তিন শতাধিক হাফেজ শিক্ষার্থীর কণ্ঠে কালকিনিতে কোরআন প্রতিযোগিতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:৪১:১১
তিন শতাধিক হাফেজ শিক্ষার্থীর কণ্ঠে কালকিনিতে কোরআন প্রতিযোগিতা

মাদারীপুরের কালকিনির পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা কোরআন প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী এই আয়োজনে শরীয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার তিন শতাধিক কোরআন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আগেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল, যার সাড়া মিলেছে বিপুলভাবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে তৈরি হয় এক অভাবনীয় ইসলামী মিলনমেলা, যেখানে একে অপরের সঙ্গে দেখা, পরিচয় আর অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে বিচারকদের ঘোষণায় সেরা দুইজন প্রতিযোগীকে দেওয়া হয় স্বর্ণপদক এবং চারজন পেয়েছেন রৌপ্যপদক। এছাড়া ২০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত চারজন অভিজ্ঞ হাফেজ ও ইসলামি শিক্ষাবিদ, যারা ক্বিরাত, শুদ্ধ তাজবীদ ও মুখস্থ দক্ষতার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করেন।

শরীয়তপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ওসমান লস্কর বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই বড় হয়ে একজন খাঁটি হাফেজে কোরআন হতে এবং এই আয়োজন আমাকে সেই পথেই অনুপ্রাণিত করছে।”

অন্যদিকে কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, “প্রথমবারের মতো আমি কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এখানে আসতে পারাটাই আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়।”

আরও এক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, “প্রথম হওয়া বড় কথা নয়। এখানে অংশগ্রহণ করেই আমরা একে অপরকে চিনেছি, কোরআনের প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। এটি কেবল প্রতিযোগিতা নয়, বরং এক বিশাল ইসলামী সৌহার্দ্য ও সংহতির মিলনমেলা।”

প্রতিযোগিতার অন্যতম আয়োজক এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, “এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের হৃদয়ে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে, আরও অনেক জেলার অংশগ্রহণে এমন প্রতিযোগিতার আয়োজন করবো।”

তিনি আরও জানান, এই আয়োজন সফল করতে পাশে ছিলেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন, যিনি আর্থিকভাবে সহযোগিতা করেন।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ