শ্যামনগরে বিএনপি কাউন্সিলে জাল ভোট ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১২:২৫:১১
শ্যামনগরে বিএনপি কাউন্সিলে জাল ভোট ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে জাল ভোটের অভিযোগ থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে পৌরসদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪টা থেকে। ভোট চলাকালীন ৮ নম্বর ওয়ার্ডে একশত জাল ভোটার যুক্ত করা হয়েছে এমন অভিযোগ উঠে। এরপর কাউন্সিল স্থগিতের দাবি জানানো হলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেকেলাহী মুন্নার অনুসারীরা পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে গেলে আনোয়ার-উস-শাহাদাত মিঠু এবং বাবু নামের আরও দুই কর্মী আহত হন। তাদের মধ্যে মিঠুর মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “মিঠুর মাথায় গুরুতর জখম হয়েছে, একাধিক সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

আহত শেখ লিয়াকত আলী বলেন, “জাল ডেলিগেট নিয়ে ভোট গ্রহণে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছি। কাউন্সিল পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত জেলা নেতারা এতে দায়ী।”

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এবং সাংগঠনিক টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ