শ্যামনগরে বিএনপি কাউন্সিলে জাল ভোট ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে জাল ভোটের অভিযোগ থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে পৌরসদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪টা থেকে। ভোট চলাকালীন ৮ নম্বর ওয়ার্ডে একশত জাল ভোটার যুক্ত করা হয়েছে এমন অভিযোগ উঠে। এরপর কাউন্সিল স্থগিতের দাবি জানানো হলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেকেলাহী মুন্নার অনুসারীরা পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে গেলে আনোয়ার-উস-শাহাদাত মিঠু এবং বাবু নামের আরও দুই কর্মী আহত হন। তাদের মধ্যে মিঠুর মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “মিঠুর মাথায় গুরুতর জখম হয়েছে, একাধিক সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
আহত শেখ লিয়াকত আলী বলেন, “জাল ডেলিগেট নিয়ে ভোট গ্রহণে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছি। কাউন্সিল পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত জেলা নেতারা এতে দায়ী।”
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এবং সাংগঠনিক টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
/আশিক
বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, টানা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে এসব এলাকার গ্রাহকদের।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এই বিদ্যুৎ বিভ্রাট হবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এই প্রভাব পড়বে। এলাকাগুলোর মধ্যে রয়েছে— কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গীটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৫টার পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজের স্বার্থে এই সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে।
হাসনাতের প্রচারণায় আটক ২ ‘সন্দেহভাজন’ ব্যক্তি
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় হট্টগোল ও আটকের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় তার প্রচারণার বহর থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণায় নামেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার বহরে থাকা তিনজনের গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ অ্যাকশনে যায়।
সন্দেহভাজন তিনজনের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হঠাৎ আটকের ঘটনায় প্রচারণাস্থলে কিছুটা উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে স্থানীয়দের সহায়তা এবং হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, আটককৃতরা কোনো দুষ্কৃতকারী নন, বরং তারা হাসনাত আব্দুল্লাহরই কর্মী-সমর্থক। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল ও সজিব নামের দুই যুবককে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল।
ওসি আরও জানান, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেন যে আটককৃতরা তার কর্মী। এরপর জিজ্ঞাসাবাদের আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।
আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে: জেনে নিন তালিকা
কেনাকাটার প্রয়োজনে আমাদের প্রতিদিনই কোনো না কোনো মার্কেটে যেতে হয়। কিন্তু ঘরের কাছে গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তখন বিড়ম্বনার শেষ থাকে না। তাই শপিংয়ে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো আজ রাজধানীর কোন এলাকাগুলো বন্ধ থাকছে।
আজ বুধবার রাজধানীর অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবে। এছাড়া উত্তরার জনপ্রিয় মাসকট প্লাজাও আজ খুলবে না। এর পাশাপাশি পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা ও ইউনাইটেড প্লাজাতেও আজ সাপ্তাহিক ছুটি।
এই তালিকায় আরও রয়েছে কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং নুরুনবী সুপার মার্কেট। যারা আজ এসব মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের রুট পরিবর্তন করা বা অন্যদিন যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
মার্কেটের পাশাপাশি রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাটও আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল ও শাহজাদপুর। এছাড়াও মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর এবং জোয়ার সাহারা এলাকার দোকানপাটও আজ খুলবে না।
উত্তরের জনপদ হিসেবে পরিচিত কুড়িল, নিকুঞ্জ-১ ও ২, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও আশকোনা এলাকার মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে উত্তরা হয়ে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার বিপণিবিতানগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে।
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেট নগরীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বুধবার নগরীর বিস্তৃত এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর পক্ষ থেকে সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈদ্যুতিক লাইনের জরুরি সংস্কার এবং লাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে বেড়ে ওঠা গাছের শাখা-প্রশাখা অপসারণের জন্য ১৭ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।
নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এই সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই কাজটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক এবং শাহপরাণ হাউজিং এলাকা। এসব এলাকা নগরীর গুরুত্বপূর্ণ আবাসিক অঞ্চল হিসেবে পরিচিত। পাশাপাশি মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর এবং সংলগ্ন বেশ কয়েকটি এলাকাতেও সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই যদি মেরামত কাজ শেষ করা সম্ভব হয়, তাহলে বিকেল ৫টার আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো বিলম্ব করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য বিউবোর পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমে যেন বড় ধরনের ব্যাঘাত না ঘটে, সে জন্য সবাইকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
-রাফসান
নরসিংদীর বিলে মিলল হাদিকে হত্যাচেষ্টা ব্যবহৃত সেই বিদেশি পিস্তল
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং র্যাবের পৃথক দুটি অভিযানে হামলায় ব্যবহৃত অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর দেওয়া তথ্যমতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার একটি বিলের পানির নিচ থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মূলত নরসিংদীর ওই নির্জন বিলে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দুটি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তলও জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিম মাসুদের বোনের বাসায় অভিযান চালিয়ে র্যাব-২ চাঞ্চল্যকর সব আলামত খুঁজে পেয়েছে যার মধ্যে রয়েছে দুটি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং একটি ধারালো চাকু। মঙ্গলবার রাতে র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন যে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় তারা ফয়সালের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অভিযানের সময় ওই বাসা থেকে অস্ত্রের পাশাপাশি একটি ট্যাব, একাধিক মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং ৩৮টি স্বাক্ষর করা ও খালি চেক উদ্ধার করা হয়েছে যা তদন্তে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের তদন্ত কর্মকর্তারা ফয়সালের বোনের বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছেন যে ঘটনার দিন বেলা ১১টার দিকে ফয়সল করিম ও তার সহযোগী আলমগীর মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান এবং পরবর্তীতে বিকেল ৪টার দিকে তারা আবার ফিরে আসেন। ফুটেজে আরও দেখা যায় যে বিকেল ৪টার দিকে ফয়সল ও আলমগীরের সঙ্গে তার মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থান থেকে সন্দেহজনক কিছু বের করতে দেখা যাচ্ছে এবং এর ঠিক ২০ মিনিট পর ফয়সল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। উল্লেখ্য, গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় দুবৃত্তদের গুলিতে গুরুতর আহত ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তার ওপর হামলার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
রাজধানীতে আজ কার কী কর্মসূচি দেখে নিন একনজরে
রাজধানী ঢাকায় আজ বুধবার ১৭ ডিসেম্বর সরকারি ও রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হতে যাচ্ছে যা দিনের শুরু থেকেই সংবাদকর্মী ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। দিনের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন যেখানে প্রবাসী ও অভিবাসীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে রাজপথের প্রধান রাজনৈতিক দল বিএনপিও আজ জাতীয় প্রেস ক্লাবে একাধিক কর্মসূচি পালন করবে যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান। ঠিক একই সময়ে অর্থাৎ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিতব্য অপর একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই ভেন্যুতে সমসাময়িক সময়ে দুটি ভিন্ন হলে বিএনপির এই জোড়া কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে এবং নেতাকর্মীরাও সকাল থেকেই সেখানে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে।
বিজয় দিবসের এয়ার শো দেখতে তেজগাঁওয়ে মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত জমকালো এয়ার শো দেখার জন্য আজ মঙ্গলবার সকাল থেকেই হাজারো মানুষের ঢল নেমেছে যা পুরো এলাকাকে এক উৎসবমুখর জনসমুদ্রে পরিণত করেছে। সকাল পৌনে ১০টার দিকেই সরেজমিনে দেখা যায় আগারগাঁও সংলগ্ন পুরোনো বিমানবন্দরের প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি এঁকেবেঁকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয়ে কড়া তল্লাশির পরই সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আগত দর্শনার্থীদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং কপালে ‘বিজয় দিবস’ লেখা ফিতা বা লাল-সবুজের ব্যান্ড শোভা পাচ্ছে আবার অনেকেই বিজয়ের এই বিশেষ দিনটিকে উদযাপন করতে লাল-সবুজের পোশাক পরে সপরিবারে উপস্থিত হয়েছেন।
গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আকর্ষণীয় এয়ার শো আজ সকাল ১০টায় শুরু হবে তবে সরেজমিনে দেখা যায় ঘড়ির কাটায় সকাল ১০টা ২০ মিনিট পার হয়ে গেলেও শো শুরু হয়নি এবং হাজারো উৎসুক জনতা অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। হাজারো মানুষের এই উপস্থিতিতে বিমানবন্দরের ভেতরে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং অনেকেই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে এয়ার শো চলাকালীন নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে এবং দর্শনার্থীদের শৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।
সকাল থেকে বিকেল: ঢাকার রাজপথে আজকের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানী ঢাকা জুড়ে সরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কর্মসূচিতে দিনভর মুখর থাকবে রাজপথ। দিনের শুরুতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ফ্লাই পাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বিকেল ৪টায় রাজধানীর গুলশান-২ গোলচত্বরে উপস্থিত থাকবেন যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে গোলচত্বরটির নতুন নামকরণ ‘ফেলানী এভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন করবেন যা সীমান্ত হত্যার প্রতিবাদ ও স্মরণের এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও দিনটি পালনে ব্যস্ত সময় পার করবে যেখানে সকাল সাড়ে ৯টায় দলের শীর্ষ নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলের দিকে অর্থাৎ বেলা ৩টায় বিএনপির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে সমসাময়িক রাজনীতি ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখা হবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের দিনের কার্যক্রম শুরু করবে এবং বিকেল সাড়ে ৩টায় দলটির পক্ষ থেকে এক বিশেষ ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ বের করা হবে। এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সরাসরি অংশ নেবেন বলে জানা গেছে।
বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেট নগরীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক জরুরি বার্তায় জানানো হয়েছে যে জরুরি মেরামত ও সংস্কার কাজের স্বার্থে আগামীকাল বুধবার নগরীর একটি বড় অংশে টানা দশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কাটা এবং লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৭ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে সাময়িক এই অসুবিধার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক এবং শাহপরাণ হাউজিং এলাকা যা নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত। এছাড়াও মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আমদরপুরসহ আশপাশের এলাকাগুলোতেও সারা দিন বিদ্যুৎ থাকবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং তবে নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ করা সম্ভব হয় তবে বিকেল ৫টার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিউবোর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দৈনন্দিন কাজকর্মে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য সবাইকে পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
- ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা: পাকিস্তানের ভাবমূর্তি সংকট
- বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- তারেক রহমানের ফ্লাইটে টিকিট নিয়ে হুলুস্থুল: সব ‘সোল্ড আউট’!
- পারফিউমের গন্ধ সারাদিন ধরে রাখার জাদুকরী কৌশল
- চুল পড়া বন্ধের ৬টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
- নতুন অপারেশনের ঝুঁকি: হাদির চিকিৎসায় জটিলতা
- মামলা দেখার দরকার নেই, আ.লীগ হলেই অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: উত্তেজনা চরমে
- হাসনাতের প্রচারণায় আটক ২ ‘সন্দেহভাজন’ ব্যক্তি
- ঋণের নামে লুটপাট: এস আলমের সাম্রাজ্যে দুদকের হানা
- অবশেষে কাটল জটিলতা: বইমেলার নতুন তারিখ ঘোষণা
- পিরিয়ডের তীব্র ব্যথা: শরীরে বাসা বাঁধছে যে গোপন রোগ
- নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, সবাই নিরাপদে চলছে: উপদেষ্টা
- ইহুদি উৎসবে হামলাকারী বাবা-ছেলের পরিচয় মিলল
- নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ অগ্রহণযোগ্য: তৌহিদ হোসেন
- ১৭ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ১৭ ডিসেম্বরের বাজারে লুজার শেয়ারের তালিকা
- আজকের বাজারে শীর্ষ দশ লাভজনক শেয়ার
- বেক্সিমকো গ্রিন সুকুকের স্পট ট্রেডিং সূচি ঘোষণা
- খালি পেটে পাকা কলা খাওয়া: উপকার, ঝুঁকি ও সঠিক নিয়ম
- কূটনৈতিক উত্তেজনায় দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার তলব
- চার সরকারি বন্ডের কুপন রেকর্ড তারিখ ঘোষণা
- ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএস৩০-সবই লাল
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির চিকিৎসা নিয়ে নতুন তথ্য
- ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
- আমিরাতে ব্যাংকিংয়ে আর লাগবে না ‘ওটিপি’
- IPL 2026 নিলামে কে কোথায়, জানুন বিস্তারিত
- মানুষকে ‘ভিন্ন জগতে’ নেওয়া ৬টি প্রাণী
- যুদ্ধবিরতি লঙ্ঘন: নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প প্রশাসন
- বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন? জানুন আজকের বিনিময় হার
- আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে: জেনে নিন তালিকা
- ভিডিও এডিটিং এখন আরও সহজ: অ্যাডোবির ফায়ারফ্লাই নতুন রূপে
- আইপিএলে রেকর্ড গড়েও ব্যাটে শূন্য গ্রিন
- রাজনৈতিক অস্থিরতা ও সুদের হারে শেয়ারবাজারের করুণ দশা
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর গুরুত্বপূর্ণ বার্তা
- বিমানবন্দর থেকে গুলশান: তারেককে বরণ করতে বিশাল শোডাউনের ছক
- প্রথম প্রান্তিকে জেনেক্সের আর্থিক চিত্র প্রকাশ
- ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেকর্ড তারিখ ঘোষণা
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- এনএভি: কোন ফান্ড কোথায় দাঁড়াল
- বিজয় দিবসে বড় ঘোষণা দিলেন তারেক রহমান
- সকালের ৫ অভ্যাস যা আপনাকে সারাদিন এনার্জি দেবে
- ভোরের স্বপ্ন কি সত্যিই ফলে? যা বলছে বিজ্ঞান
- গয়না কিনবেন? স্বর্ণ-রুপার আজকের দরদাম জেনে নিন
- আজ সারাদিন টিভিতে খেলার মেলা: ক্রিকেট ও ফুটবলের সময়সূচি
- আগামী ৫ দিনের আবহাওয়ার আগাম বার্তা দিল আবহাওয়া অফিস
- জেনে নিন আজকের নামাজের সময়সূচি: ১৭ ডিসেম্বর ২০২৫
- নরসিংদীর বিলে মিলল হাদিকে হত্যাচেষ্টা ব্যবহৃত সেই বিদেশি পিস্তল
- মেসি-এমবাপ্পে নয়, ফিফার বর্ষসেরা এবার দেম্বেলে
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ইউরোপা লিগ ও টি২০, আজকের সব ম্যাচ কখন কোথায়








