'জুলাই সনদ' যাচ্ছে রাজনৈতিক দলগুলোর দ্বারে: ঐকমত্যের পথে বড় পদক্ষেপ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১২:০০:৩১
'জুলাই সনদ' যাচ্ছে রাজনৈতিক দলগুলোর দ্বারে: ঐকমত্যের পথে বড় পদক্ষেপ
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে "জুলাই সনদ"-এর খসড়া সব রাজনৈতিক দলের কাছে সোমবারের মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দ্রুত মতামত পাওয়া গেলে তিন দিনের মধ্যেই আলোচনা সম্পন্ন করে সনদটি চূড়ান্ত করা সম্ভব।

রোববার (২৭ জুলাই) সকালে কমিশনের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক রীয়াজ বলেন, “আমরা চাই, একটি স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হোক। তাই জুলাই সনদে সব রাজনৈতিক মত-পথের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিটি দলের মতামত গ্রহণ করা হবে। দলগুলোর আন্তরিকতা থাকলে আলোচনা খুব দ্রুত শেষ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই সনদ হচ্ছে একটি ভবিষ্যত রূপরেখা, যেখানে নির্বাচন, মানবাধিকার, সুশাসন এবং রাজনৈতিক শিষ্টাচারের ন্যূনতম মানদণ্ড প্রতিষ্ঠার প্রস্তাব থাকবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে দলগুলো তাদের গণতান্ত্রিক দায়বদ্ধতা প্রমাণ করতে পারবে।”

কমিশনের বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহের পাশাপাশি আগামী সপ্তাহেই পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও পরামর্শ সভা আয়োজন করা হবে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি যৌথ রূপরেখা প্রণয়নের কাজ করে আসছে। কমিশনের লক্ষ্য, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও অন্তত ন্যূনতম বিষয়ে একটি সম্মিলিত চুক্তি বা "ন্যাশনাল কনসেন্সাস" গড়ে তোলা।

জাতীয় ঐকমত্য কমিশনের সূত্র জানায়, "জুলাই সনদ" প্রাথমিকভাবে ৭টি মূল বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি, রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ