ক্ষমতা হারানোর ভয় না থাকলেই সরকার হয়ে ওঠে দানব: আসিফ নজরুল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২০:১২:৪৬
ক্ষমতা হারানোর ভয় না থাকলেই সরকার হয়ে ওঠে দানব: আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলের যদি ক্ষমতা হারানোর ভয় না থাকে, তখন সেই দল মানুষের অধিকার লঙ্ঘনে আরও নির্লজ্জ হয়ে ওঠে—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “ক্ষমতা হারানোর শঙ্কা থাকলে সরকার কিছুটা হলেও সংযত থাকে। কিন্তু যখন সেই ভয় চলে যায়, তখনই তারা দানবে পরিণত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা এই বাস্তবতা দেখেছি।”

শনিবার (২৬ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “১৯৯১ থেকে ২০১২-১৩ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য তুলনামূলক ভালো সময়। কারণ তখন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহি ছিল। কিন্তু পরবর্তীতে যখন এই চর্চা ভেঙে পড়ে, তখনই মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বেড়ে যায়।”

তিনি বলেন, “মানবাধিকার রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগের সংস্কার। এই তিনটি ক্ষেত্র ঠিক না হলে মানবাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। শুধু ভালো আইন করলেই হবে না, বাস্তবায়নের জন্য কার্যকর প্রশাসনিক সংস্কার জরুরি।”

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে আসিফ নজরুল বলেন, “পরবর্তী তিন-চারটি নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, এবং প্রশাসনিক সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে আমরা কাঙ্ক্ষিত মানবাধিকার পরিস্থিতির দিকে এগোতে পারব।”

সম্মেলনে মানবাধিকার আইনজীবী সারা হোসেন বলেন, “জুলাই মাসে এবং তার আগের সময়ে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসবের বিচার করতে হবে। ক্ষতিপূরণ যথেষ্ট নয়, ভুক্তভোগীদের জীবন কিভাবে পুনর্গঠন করা যায়, সেই ভাবনাটাই মূল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন শাহজাদা আল আমিন। আরও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী মো. নুর খান, জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মো. একরামুল হক এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ।

এছাড়া, জুলাই–আগস্ট মাসের সহিংসতায় নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ