‘বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে’— বিস্ফোরক মন্তব্য বিএনপি উপদেষ্টার

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১১:০৭:১৭
‘বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্র চলছে’— বিস্ফোরক মন্তব্য বিএনপি উপদেষ্টার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মনে করেন, দেশে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও তার শিকড় এখনো রয়ে গেছে। তিনি বলেন, “পরাজিত ফ্যাসিবাদ একেবারে শেষ হয়ে যায়নি। মাথা গেছে ঠিকই, কিন্তু ষড়যন্ত্র এখনও দেশে রয়ে গেছে। ফলে, অনেকেই চাইবে না দেশে গণতন্ত্র ফিরে আসুক বা গণতন্ত্রের উত্তরণ ঘটুক।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, “আমরা যারা আন্দোলনকারী শক্তি ছিলাম, তারা একে অপরের প্রতিপক্ষ নই। আমাদের প্রকৃত প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ। কিন্তু সেগুলোর বিরুদ্ধে লড়াই না করে এখন বিএনপিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কারণ নির্বাচন হলে বিএনপি জিতবে—এই ভয় থেকেই বিএনপিকে ঠেকানোর চেষ্টা চলছে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে রাজনীতিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মানবতা বলে কিছু নেই। রাজনীতি থেকে যখন মানবতা বিদায় নেয়, তখন তা আর রাজনীতি থাকে না—তখন তা হয়ে ওঠে স্বৈরাচার কিংবা স্বেচ্ছাচার। যেখানে ক্ষমতার অপব্যবহারই নিয়মে পরিণত হয়।”

আব্দুস সালাম অভিযোগ করে বলেন, “আজকে বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। অথচ আমরা বলিনি বিএনপি এক নম্বর দল। আমরা বরং বলেছি— সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশ চালানো কোনো সহজ কাজ নয়। আমরা সবাই বলি অতীত থেকে শিক্ষা নিতে, কিন্তু সরকার তা নেয়নি এবং এখনো নিচ্ছে না।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ