মাত্র চার দিনের অপেক্ষা, নির্বাচনের দিন ঘোষণা আসছে!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১৯:৩৩:০২
মাত্র চার দিনের অপেক্ষা, নির্বাচনের দিন ঘোষণা আসছে!
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে রাজধানীতে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর।”

উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন প্রধান উপদেষ্টা। সেই আলোচনার অংশ হিসেবেই এদিন ১৪ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে রাজনৈতিক অঙ্গনে বর্তমান পরিস্থিতি, নির্বাচনকালীন প্রশাসন ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়গুলো উঠে আসে বলে জানা গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ