জুলাই শহীদ পরিবারের পুনর্বাসনে চাকরি চাইলেন জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২০:০২:১৮
জুলাই শহীদ পরিবারের পুনর্বাসনে চাকরি চাইলেন জামায়াত আমির
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

চব্বিশে জুলাই গণআন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শহীদ পরিবারের জন্য চাকরি কোনো করুণা নয়, বরং এটা তাদের অধিকার। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “শহীদ পরিবারের সদস্যদের জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থা করতে হবে। এটা অনুকম্পার বিষয় নয়, বরং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “এটা কোনো কোটা নয়। কোটা হচ্ছে সেই ব্যবস্থা, যা চিরস্থায়ী সুবিধা হিসেবে কিছু গোষ্ঠীর জন্য রাখা হয়। কিন্তু শহীদ পরিবারের সদস্যরা আমাদের কাছে কিছু চায়নি, আমরা নিজেরাই তাদের প্রাপ্য সম্মান দিতে বাধ্য।”

জুলাই আন্দোলনে শহীদদের ত্যাগকে স্মরণ করে জামায়াত আমির বলেন, “তাদের আত্মত্যাগ না থাকলে, আমরা আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেতাম না। আজ আমরা যদি কেরানীগঞ্জ বা কাশিমপুরে বন্দি না থাকি, সেটা জুলাইযোদ্ধাদের অবদানের জন্যই।”

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আজও এই সনদ বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। ঐকমত্য কমিশনে আলোচনা চললেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।”

শফিকুর রহমান বলেন, “জামায়াত শহীদ পরিবারের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে আমরা ভিক্ষা করে হলেও তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করব। কিন্তু ন্যায়বিচার ও পুনর্বাসনের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ