মাঠে না নামায় এক ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:৫৭:২৭
মাঠে না নামায় এক ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি। একই শাস্তি ভোগ করতে হবে তার ইন্টার মিয়ামি সতীর্থ জর্দি আলবাকেও। শুক্রবার এমএলএস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স-এর অল-স্টার দলের বিপক্ষে মুখোমুখি হয় এমএলএস অল-স্টার দল। ম্যাচটিতে মেসি ও আলবা স্কোয়াডে থাকলেও কোনো চোটের তথ্য না থাকা সত্ত্বেও তারা খেলেননি।

লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় পূর্বানুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে পরবর্তী ক্লাব ম্যাচে অংশ নিতে পারেন না। সেই নিয়ম অনুযায়ী, মেসি ও আলবা আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারবেন না।

মেসির না খেলার বিষয়ে ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “খেলোয়াড়দের সব সময় কিছু না কিছু অস্বস্তি থেকেই যায়, বিশেষ করে যখন তারা তিন দিনে একবার করে ম্যাচ খেলে।”

চলতি মৌসুমে মেসি ইতোমধ্যেই ইন্টার মিয়ামির হয়ে ১৮টি গোল করেছেন। তবে নিয়ম ভাঙার কারণে তাকে পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থেকেই দলের খেলায় চোখ রাখতে হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ