উপদেষ্টাদের বাড়ি হয়েছে, ছাত্রদের কিছুই হয়নি: নাসীরুদ্দিন পাটওয়ারী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১৯:৪০:৩৮
উপদেষ্টাদের বাড়ি হয়েছে, ছাত্রদের কিছুই হয়নি: নাসীরুদ্দিন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে আয়োজিত এক পথসভায় দেশের তরুণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণির প্রতি রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “চাকরির জন্য তরুণ প্রজন্ম রাজপথে নেমেছিল, কিন্তু তারা কিছুই পায়নি। চাকরি হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। অথচ উপদেষ্টাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব কিছুই তাদের হয়েছে। মাফিয়ারা ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু দেশের যুব সমাজ আজও উপেক্ষিত।”

তিনি আরও বলেন, “মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ যখন বাজারে যান, তখন সবজির দাম শুনেই তাদের বাজেট শেষ হয়ে যায়। কেউ কেউ কোনো কিছু না কিনেই খালি হাতে বাড়ি ফেরেন। এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ নয়।” তিনি প্রশ্ন তোলেন, “যে প্রশাসন জনগণের ট্যাক্সের টাকায় চলে, তারা যদি জনগণের কল্যাণ না করে, তবে সেই প্রশাসনের দরকার কী?” তার মতে, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী তরুণ। তারা পরিবার থেকে টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করেও যখন একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, তখন সেই বঞ্চনা অসহনীয় হয়ে ওঠে।

পাটওয়ারী প্রতিশ্রুতি দেন, এনসিপি নেতৃত্বাধীন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ৬৪ জেলাতেই চাকরির ব্যবস্থা করা হবে। তিনি দাবি করেন, বর্তমান শাসনব্যবস্থায় তরুণদের জন্য কোনো ভবিষ্যৎ নেই, এবং সেই শূন্যতা পূরণে এনসিপি একটি কার্যকর, জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতে চায়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং সংগঠক সাদিয়া ফারজানা দীনা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে, এই আন্দোলন শুধু দলীয় নয়, বরং জাতির ভবিষ্যৎ রক্ষার আন্দোলন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ