অঙ্গীকার রেখেই এগিয়ে যাচ্ছেন ড. ইউনূস, সংকটে জাতির ভরসা!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:৪৭:৩৩
অঙ্গীকার রেখেই এগিয়ে যাচ্ছেন ড. ইউনূস, সংকটে জাতির ভরসা!
ছবি: সংগৃহীত

মানুষের বিশ্বাস ও আস্থার ভিত্তি তৈরি হয় প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়ে। যাঁরা কথা রাখেন, অঙ্গীকার পালন করেন—তাঁদেরই মানুষ দীর্ঘদিন মনে রাখে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, যিনি নিজের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে অর্জন করেছেন দেশ-বিদেশে সম্মান ও শ্রদ্ধা।

বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী দুঃসময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইউনূস গিয়েছিলেন জোবরা গ্রামে। সেখানে দরিদ্র মানুষের কষ্ট তাকে নাড়া দেয়। এরপরই তিনি ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেন, যার মাধ্যমে তিনি হাজারো দরিদ্র মানুষের জীবন বদলে দিয়েছেন। এ কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন, একজন মানুষের প্রতিশ্রুতি কিভাবে একটি জাতির সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে।

ড. ইউনূস শুধু ক্ষুদ্রঋণেই সীমাবদ্ধ থাকেননি। তিনি সামাজিক ব্যবসার ধারণা দিয়ে আরেকটি অঙ্গীকার পূরণের চেষ্টা করেন—সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। তাঁর এ উদ্যোগ এখন বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়েছে। মানুষ এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে।

রাজনীতিতে সক্রিয় না থেকেও দেশের সংকটকালে পিছিয়ে থাকেননি ড. ইউনূস। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার আহ্বানে সাড়া দেন। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ‘নতুন বাংলাদেশ’ গড়ার উদ্যোগ নেন। যদিও অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ, তবু সাধারণ মানুষের আস্থা আজো ড. ইউনূসের ওপর অটুট। কারণ তিনি অতীতে কখনো নিজের কথার বরখেলাপ করেননি।

সাম্প্রতিক সময়ে নির্বাচনের অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা মানুষের মাঝে হতাশা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ড. ইউনূস ও তারেক রহমানের যুক্তরাজ্যে অনুষ্ঠিত বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা দেশবাসীর মাঝে আশার সঞ্চার করেছিল। কিন্তু কিছু মহলের তৎপরতা যেন এ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ঐকমত্য কমিশন ও কিছু রাজনৈতিক দলের আচরণে মনে হচ্ছে, তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে। তবে মানুষ এখনো বিশ্বাস করে, ড. ইউনূস অতীতের মতো এবারও তাঁর অঙ্গীকার রক্ষা করবেন। তিনি দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবেন।

বাংলাদেশ আজ সংকটময় সময় পার করছে। এ অবস্থায় শর্টকাট কোনো সমাধান নেই। প্রয়োজন জনগণের ঐক্য এবং গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব। এ দায়িত্ব পালন করতে হলে ড. ইউনূসকেই সামনে আসতে হবে। কারণ তিনি জানেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে তাঁর দীর্ঘ জীবনের অর্জন ঝুঁকির মুখে পড়বে।

এ কারণেই দেশবাসীর আশা, ড. ইউনূস তাঁর অঙ্গীকার রক্ষা করবেন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে দেশকে অনিশ্চয়তা থেকে মুক্ত করবেন। কারণ তিনি কখনো নিজের কথা থেকে সরে দাঁড়াননি। এটাই তাঁকে মহিমান্বিত করেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ