বাড়ছে গ্যাস আমদানি, এলএনজির জন্য বড় বাজেট অনুমোদন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২২:০৮:২২
বাড়ছে গ্যাস আমদানি, এলএনজির জন্য বড় বাজেট অনুমোদন
ছবি: সংগৃহীত

দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে দুইটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরভিত্তিক দুটি প্রতিষ্ঠান থেকে এসব গ্যাস আনতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫ কোটি ৭৩ লাখ টাকা।

২৩ জুলাই (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিদ্যমান ও ভবিষ্যতের গ্যাস চাহিদা মেটাতে বাংলাদেশ বর্তমানে কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস আমদানি করছে। বর্তমানে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে প্রতি বছর ৩.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার অ্যানাম) এলএনজি আমদানি করা হচ্ছে, যা প্রায় ৫৬টি কার্গোর সমান। এই চাহিদার অতিরিক্ত অংশ মেটাতে সময় সময় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হয়।

চলতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৯টি কার্গো এলএনজি আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে গত ৫ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অনুমোদন দেয়। এরপর পেট্রোবাংলা আগামী ২১–২২ আগস্ট সময়ে ১টি এলএনজি কার্গো আমদানির জন্য দরপত্র আহ্বান করে। কিন্তু যথেষ্ট প্রস্তাব না পাওয়ায় নতুন করে ১৪ জুলাই আরও একবার কোটেশন আহ্বান করা হয়।

এই প্রক্রিয়ার মাধ্যমে মোট সাতটি প্রতিষ্ঠান প্রস্তাব দেয়, যার মধ্যে সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ১২.২২ মার্কিন ডলার প্রতি এমএমবিটিইউ দামে সবচেয়ে কম দরদাতা হিসেবে নির্বাচিত হয়। তাদের কাছ থেকে এক কার্গো এলএনজি কিনতে খরচ হবে ৫১৩ কোটি ৪৫ লাখ টাকা।

অন্যদিকে, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড ১২.৪৩ মার্কিন ডলার দরে আরেকটি কার্গো সরবরাহে সম্মত হয়। এতে সরকারের ব্যয় হবে ৫২২ কোটি ২৭ লাখ টাকা। সবমিলিয়ে দুই কার্গো আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫ কোটি ৭৩ লাখ টাকা।

উল্লেখ্য, পেট্রোবাংলা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় মোট ২৩টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে থেকে দরপত্র আহ্বান করে এবং যথাযথ মূল্যায়নের পর এই দুই প্রতিষ্ঠানকে নির্বাচিত করে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ