বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২১:৪২:২৫
বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস খোলার সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এটা জাতিসংঘের একতরফা কোনো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘ সময় ধরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের পরই বাংলাদেশ এ অনুমতি দিয়েছে, যাতে দেশের স্বার্থ অক্ষুণ্ন থাকে।”

চীনের ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, এসব নদীর উৎস দেশের বাইরে হওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলো অবকাঠামো নির্মাণ করতেই পারে। বাংলাদেশ চেষ্টা করছে যেন এসব প্রকল্পে দেশের কোনো ক্ষতি না হয়। চীনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, তারা পানি প্রত্যাহারের জন্য নয়, বরং নতুন একটি প্রযুক্তি ব্যবহার করে ধাপে ধাপে পানির প্রবাহ কাজে লাগাবে।

তৌহিদ হোসেন বলেন, “চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, ব্রহ্মপুত্রে নির্মাণাধীন বাঁধটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নয়। কোনো পানি প্রত্যাহারের পরিকল্পনাও নেই। আমরা তাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।”

সম্প্রতি মাইলস্টোন স্কুল অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা সহায়তায় ভারত, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সহযোগিতার প্রস্তাব দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই তিন দেশই সহায়তা দিতে চেয়েছে। এ ছাড়া অন্য কোনো প্রস্তাব আসেনি এবং আমাদের আর কোনো সহযোগিতার প্রয়োজন নেই।”

ভারতের চিকিৎসক দল বাংলাদেশে এসে চিকিৎসা সহায়তা দেওয়াকে কীভাবে দেখা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, “এটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায়।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ‘অপ্রকাশযোগ্য’ কোনো চুক্তি করেছে কি না—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটা এখনো দরকষাকষির পর্যায়ে রয়েছে। বিষয়টি এখনই খোলাসা করা যাবে না। অপেক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা অন্ধকারে নই। বিষয়টি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান। সময় হলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ