ক্ষমতায় গেলে এক কোটি চাকরির প্রতিশ্রুতি দিল বিএনপি নেতা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২২:২১:০৮
ক্ষমতায় গেলে এক কোটি চাকরির প্রতিশ্রুতি দিল বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি চাকরির সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগোবে বিএনপি। তিনি জানান, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতকে কেন্দ্র করেই এই কর্মসংস্থানের রূপরেখা তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বক্তব্যে আমীর খসরু বলেন, “আইটি খাতে অনেক সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এতদিন কাজে লাগাতে পারিনি। পাশের দেশ ভারত এই খাতকে কাজে লাগিয়ে সফল হয়েছে। আমাদেরও সেই পথেই এগোতে হবে।” তিনি আরও জানান, দেশে প্রচুর শিক্ষিত তরুণ-তরুণী আছেন, যারা এ খাতে দক্ষতা নিয়ে কাজ করতে পারেন, কিন্তু সুযোগের অভাবে তারা অব্যবহৃত থেকে যাচ্ছেন।

আইটি খাতকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বড় সুযোগ হিসেবে দেখছেন আমীর খসরু। তার ভাষায়, “কেউ যদি কথা বলতে পারে, সে কল সেন্টারে কাজ করতে পারে। এমনকি কল সেন্টারে না গিয়েও, ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করা যায়। যাঁরা কথা বলতে পারেন না, তাঁরাও চ্যাটিংয়ের মাধ্যমে আউটসোর্সিং কোম্পানিতে কাজ করতে পারেন।”

তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বা অন্যান্য সহায়ক প্রযুক্তির ব্যবহার করে চ্যাটিং-ভিত্তিক আউটসোর্সিংয়ে যুক্ত হওয়া সম্ভব। এ ধরনের অংশগ্রহণ শুধু অর্থনৈতিক নয়, জাতির জন্য একটি ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবেও মূল্যবান হতে পারে।

গ্রামাঞ্চলে হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের ক্ষেত্রেও প্রযুক্তি ও ডিজাইনের সমন্বয়ের মাধ্যমে আয়ের সুযোগ তৈরির কথা বলেন আমীর খসরু। তার মতে, থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ মডেলের মতো উদ্যোগ নিলে গ্রামের মানুষ শহরে না গিয়েই আয় করতে পারবে।

তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করতে পারে। তাদের জন্য আলাদা সুযোগ বা বাজেট না রেখে মূল বাজেট কাঠামোর মধ্যেই এই অন্তর্ভুক্তি সম্ভব। তাদের শিক্ষাসহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে, এখন সময় এসেছে বাস্তব কাজের সুযোগ তৈরি করার।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ