দেশে ভয়াবহ মব কালচারের বিস্তার, প্রশ্ন তুললেন রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২১:৫৬:২৬
দেশে ভয়াবহ মব কালচারের বিস্তার, প্রশ্ন তুললেন রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে মব কালচার ভয়াবহ রূপ নিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। বিনা বিচারে কাউকে অপরাধী ঘোষণা করা সঠিক নয়।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারের এম সাইফুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

তিনি প্রশ্ন তোলেন, ‘৫ আগস্টের ঘটনার পর মব কালচার কেন আরও ভয়াবহ হয়ে উঠল? প্রশাসনের ভূমিকা কোথায় ছিল? অনেক সময় দেখা যায়, কেউ হয়তো চুরির অভিযোগে ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাকে মারধর করছে। এভাবে কখনও কখনও নিরীহ লোকজনকেও প্রাণ হারাতে হচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে প্রায়ই।’

রিজভী বলেন, ‘বর্তমানে প্রায় প্রতিদিনই দেশে বীভৎস হত্যাকাণ্ড ঘটছে। এটা কোনো গণতান্ত্রিক বা অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আশা করে না।’

বিচার বিভাগের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থার ক্ষতি করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। একইসঙ্গে, শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘সেই খায়রুল হক এখন গ্রেপ্তার হয়েছেন।’

বিএনপির সদস্য সংগ্রহ প্রসঙ্গে রিজভী জানান, দলটির কোটি কোটি সমর্থক রয়েছে। এ বছর আরও এক কোটি নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘দলীয় সদস্যদের মধ্যে কোনো দখলদার বা চাঁদাবাজ থাকবে না। আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক, পেশাজীবী ও তরুণ সম্ভাবনাময় মানুষদের সদস্য হিসেবে চাই।’

তিনি আরও বলেন, ‘যারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, শ্রমিক শ্রেণির সেই মানুষগুলিই বিএনপির প্রাণশক্তি।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সদস্য সংগ্রহ কার্যক্রমের দলনেতা সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ