মাইলস্টোন দুর্ঘটনা

ছেলেকে আনতে গিয়ে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ মিলল মর্গে

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২২:০৫:৩৩
ছেলেকে আনতে গিয়ে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ মিলল মর্গে
ছেলে আসফান ওহীর সঙ্গে মা আফসানা প্রিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।

গত মঙ্গলবার স্কুলে ক্লাস শেষ হওয়ার পর সন্তান আফসান ওহীকে নিতে গিয়েছিলেন ৩০ বছর বয়সী আফসানা প্রিয়া। তখনই দুর্ঘটনাটি ঘটে। ছেলে আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন তার মা।

আফসানা প্রিয়ার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায়। তার স্বামী আবদুল ওহাব মৃধা স্থানীয়ভাবে ব্যবসা করেন।

বিমান বিধ্বস্তের সময় আগুনে মাইলস্টোন স্কুলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই বহু অভিভাবক ছোটাছুটি করে সন্তানদের খোঁজ করতে থাকেন।

নিহতের ভাশুর দুলাল মৃধা জানিয়েছেন, তারা দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে আজ বিকেলে সিএমএইচ হাসপাতালে লাশ আনতে গেছেন।

আফসানার চাচা তাজুল ইসলাম বলেন, “বিমানটি সরাসরি আফসানার ওপরই পড়ে। তার শরীর এতটাই ছিন্নভিন্ন হয়েছিল যে, লাশ শনাক্ত করা যায়নি।”

মঙ্গলবার ঢাকায় সিএমএইচ হাসপাতালে আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার মাধ্যমে মরদেহটি আফসানা প্রিয়ার বলে নিশ্চিত হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ