বিমান দুর্ঘটনায় দগ্ধদের পাশে ভারত-চীনের চিকিৎসক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৫ ১০:৪০:৪২
বিমান দুর্ঘটনায় দগ্ধদের পাশে ভারত-চীনের চিকিৎসক
ছবি: ভারতের পররাষ্ট্র দপ্তরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বাংলাদেশে পা রেখেছেন ভারত ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রতিবেশী দুই দেশের এই মানবিক সহায়তা কেবল চিকিৎসা নয়, বরং বাংলাদেশ-ভারত-চীন ত্রিমাত্রিক কূটনৈতিক সহযোগিতারও গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় সফররত তিন সদস্যের চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে চিকিৎসাসেবামূলক কাজ শুরু করেছে। ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই তারা দায়িত্ব পালন করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ভারতীয় চিকিৎসকরা প্রতিটি সংকটাপন্ন রোগীর অবস্থা নিরীক্ষা করছেন, চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করছেন এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা বিষয়ে মতামত দিচ্ছেন। এই দলটির ঢাকা আগমন ঘটে বুধবার সন্ধ্যায়, যা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতির অংশ।

এর পাশাপাশি চীনও সরাসরি সহায়তার হাত বাড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টায় হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছায়। দগ্ধ চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

এ দুই দেশের চিকিৎসা প্রতিনিধিদের আগমন বাংলাদেশের প্রতি তাদের মানবিক ও কৌশলগত অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন সময়ে, যখন রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৯ জন এবং ৬৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়, যার ভয়াবহতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হয়।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ