আমদানি-রপ্তানিতে আর দেরি নয়, খালাস হবে ৬৫ পণ্য এক ক্লিকে!

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২১:২৯:৫১
আমদানি-রপ্তানিতে আর দেরি নয়, খালাস হবে ৬৫ পণ্য এক ক্লিকে!
চট্টগ্রাম বন্দর।ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতা কমাতে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় গতি আনতে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলো (আইসিডি) বা অফ-ডকগুলোর মাধ্যমে খালাসযোগ্য পণ্যের সংখ্যা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ৬৫ ধরনের আমদানি পণ্য এসব ডিপোর মাধ্যমে খালাস, আনস্টাফিং ও ডেলিভারির অনুমতি পাবে।

বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, এর আগে ৩৮টি পণ্যের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল। এরপর গত ৮ এপ্রিল নতুন করে ১২টি এবং ১৭ জুলাই আরও ১৫টি পণ্য অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে বর্তমানে অফ-ডক ব্যবস্থায় খালাসযোগ্য পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে এবং সেখানে পণ্য খালাস প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে। একইসঙ্গে, চট্টগ্রামে অবস্থিত ১৯টি অনুমোদিত আইসিডি বা অফ-ডক তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে বাণিজ্য কার্যক্রমে গতি আসবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ, পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত ও সাশ্রয়ী হলে রপ্তানিকারক ও আমদানিকারকদের সময় ও খরচ দুটোই কমবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ