নারী কর্মীদের জন্য পোশাক নির্দেশনা— কী বলছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১০:০৩:৪৯
নারী কর্মীদের জন্য পোশাক নির্দেশনা— কী বলছে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাক সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনাকে ‘পরামর্শমূলক’ হিসেবে ব্যাখ্যা করেছে প্রতিষ্ঠানটি। ২৩ জুলাই দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অফিস পরিবেশে অতিরিক্ত কারুকাজযুক্ত পোশাক নিরুৎসাহিত করতে এই সার্কুলার জারি করা হয়েছে। তবে এতে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি এবং ব্যক্তিগত পোশাক নির্বাচনের স্বাধীনতাও খর্ব হবে না।

সার্কুলারে নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না এবং অন্যান্য পেশাদার ও শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। পুরুষ কর্মীদের ক্ষেত্রে পরার উপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে আনুষ্ঠানিক লম্বা বা হাফ হাতার শার্ট এবং ফরমাল প্যান্ট। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট এড়িয়ে চলতে বলা হয়েছে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি হয়। এতে ফরমাল স্যান্ডেল বা জুতা ও সাধারণ ধরনের হেডস্কার্ফ বা হিজাব পরার পরামর্শও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন বয়সী কর্মকর্তা-কর্মচারীদের পোশাকে পার্থক্যের কারণে দাপ্তরিক পরিবেশে মানসিক বৈষম্য তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে পরস্পরের বোঝাপড়া বাড়াতে এবং একধরনের পেশাগত সৌহার্দ্য গড়ে তুলতেই এই সার্কুলার দেওয়া হয়েছে।

তবে বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, বোরকা বা হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। সার্কুলারটি সম্পূর্ণ পরামর্শমূলক, বাধ্যতামূলক নয়। অফিসে কারও পোশাক নির্বাচনের স্বাধীনতা যেন ব্যাহত না হয়, সেই দিকটি বিবেচনায় রাখা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ