৮ মাসেও নেই সমাধান: পল্লী বিদ্যুৎ সংকটে ক্ষোভে ফুঁসছে মাঠপর্যায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৫ ১৫:৪৮:১৯
৮ মাসেও নেই সমাধান: পল্লী বিদ্যুৎ সংকটে ক্ষোভে ফুঁসছে মাঠপর্যায়

পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব নিরসনে গঠিত সরকারের বিশেষজ্ঞ কমিটি আট মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি। এতে চরম পেশাগত অনিশ্চয়তা ও প্রশাসনিক অস্থিরতা বিরাজ করছে সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে। বিষয়টিকে কেন্দ্র করে বিরাজমান সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, সরকারের লিখিত আশ্বাসের ভিত্তিতে আরইবি-পিবিএস সিস্টেম সংস্কারের দাবিতে চলমান আন্দোলন গত ৫ জুন সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর বিদ্যুৎ বিভাগ থেকে ১৭ জুন দুটি আলাদা কমিটি গঠন করা হয় একটি আরইবি-পিবিএস একীভূতকরণ কিংবা কোম্পানি গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য, অপরটি মামলাগুলো প্রত্যাহার ও চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল, বদলি, বরখাস্ত, সংযুক্ত এবং অনিয়মিত কর্মীদের চাকরি নিয়মিতকরণের প্রক্রিয়া তদারকির জন্য।

তবে আন্দোলন স্থগিতের প্রায় দুই মাস পরও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন কর্মকর্তারা। বিশেষ করে, মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত কর্মীদের স্বপদে পুনর্বহাল, লাইনক্রুদের হয়রানিমূলক বদলির আদেশ স্থগিতকরণ, বরখাস্ত ও সংযুক্তদের যথাযথভাবে পদায়ন, চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মীদের চাকরি নিয়মিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নিষ্পত্তিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা তাদের চরম হতাশায় ফেলেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, চলমান সংকট নিরসনে অপেক্ষাকৃত সহজ ও দ্রুত সমাধানযোগ্য বিষয়গুলোর নিষ্পত্তির জন্য ১৯ জুন ও ১ জুলাই দুটি পৃথক লিখিত আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। আন্দোলনের সময় কর্মস্থলে উপস্থিত না থাকা পাঁচজন লাইনক্রুর চাকরি বিষয়েও এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।

সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি বিগত আট মাসেও তাদের পর্যালোচনামূলক প্রতিবেদন পেশ করতে ব্যর্থ হয়েছে। ফলে দীর্ঘদিনের পেশাগত অনিশ্চয়তা কাটিয়ে ওঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ দানা বেঁধেছে।

বিবৃতিতে কর্মকর্তারা চলতি মাসের মধ্যেই সহজে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো সমাধানের আহ্বান জানান। পাশাপাশি, হয়রানিমূলক উদ্দেশ্যে আরইবি পরিচালিত ছয় ধরনের অডিট কার্যক্রম স্থগিত রেখে শুধুমাত্র সরকারি নির্ধারিত অন্যান্য অডিট প্রক্রিয়া চালু রাখার অনুরোধ করা হয়।

তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে মাঠপর্যায়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, কর্মবিরতি বা অপ্রীতিকর ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে। তাদের মতে, সংকট নিরসনের পথ খোলা রাখতে হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ জরুরি তা না হলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ