বাংলাদেশি পাসপোর্টে এখন ৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৬:৩১:০৫
বাংলাদেশি পাসপোর্টে এখন ৩৯ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ

বৈশ্বিক ভ্রমণ স্বাধীনতার সূচকে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে। প্রভাবশালী হেনলি পাসপোর্ট ইনডেক্সের সদ্য প্রকাশিত ২০২৫ সালের তালিকায় বাংলাদেশের পাসপোর্ট তিন ধাপ অগ্রসর হয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনারস কর্তৃক প্রণীত এই তালিকায় বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়েছে। সূচকে প্রতিটি দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসা ছাড়া অথবা আগমনের পর ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে র‌্যাঙ্কিং করা হয়।

বাংলাদেশিদের জন্য এখন ৩৯টি দেশের সীমান্ত উন্মুক্ত

ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, ফিজি, কেনিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, গাম্বিয়া, ভানুয়াতু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ আরও অনেক দেশ ও অঞ্চল।

এই দেশগুলোর মধ্যে কিছুতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে, আবার কয়েকটি গন্তব্যের জন্য আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি (ETA) বা অনলাইন ভিত্তিক ই-ভিসা গ্রহণ করতে হয়। তবে, কোনো দেশে ভ্রমণের আগে অনলাইন এপ্রুভাল প্রয়োজন হলে সেটি ইনডেক্সে পূর্ণ ভিসা-মুক্ত ভ্রমণ হিসেবে গণ্য করা হয় না।

২০২৫ সালের হেনলি সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের সর্বাধিক সংখ্যক দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় অবস্থান ভাগাভাগি করেছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এরপর যথাক্রমে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন, পর্তুগাল ও নরওয়ে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে এই অগ্রগতি আঞ্চলিক কূটনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক ইঙ্গিত। যদিও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এখনো পিছিয়ে, তথাপি ধারাবাহিক অগ্রগতি আগামী দিনে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ স্বাধীনতা আরও বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ