বিমান থেকে ঝাঁপ, এরপর কী ঘটেছিল—নতুন তথ্য জানাল তদন্তকারী দল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২০:৩১:৩০
বিমান থেকে ঝাঁপ, এরপর কী ঘটেছিল—নতুন তথ্য জানাল তদন্তকারী দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন tragically থেমে গেল আকাশেই। নিয়মিত প্রশিক্ষণ চলাকালে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় তার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মাত্র ২৭ বছর বয়সেই শেষ হলো দেশসেবায় নিয়োজিত এক সাহসী সন্তানের পথচলা।

বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালে ফ্লাইটে ত্রুটি দেখা দিলে পাইলট সেটিকে জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার কিছু সময় আগে আকাশে একটি গাছে প্যারাসুট ও রঙিন বেলুন সদৃশ কিছু আটকে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, পাইলট শেষ মুহূর্তে বিমান থেকে লাফিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন।

পরে জানা যায়, পাইলটকে ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বিশ্লেষকদের মতে, প্যারাসুট গাছে আটকে যাওয়ায় তার নিরাপদে অবতরণ সম্ভব হয়নি। দুর্ভাগ্যজনকভাবে ওই মুহূর্তেই তার জীবনের শেষ অধ্যায়টি লেখা হয়।

দুর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ একেবারেই বদলে গেছে। যেখানে প্রতিদিন শিশির কণ্ঠের কোলাহলে মুখর ছিল চত্বরটি, সেখানে এখন নিস্তব্ধতা ও পোড়া গন্ধে মোড়ানো ভারী এক আবহ। দুর্ঘটনার তিন দিন পরও ক্যাম্পাসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ক্ষতির চিহ্ন। স্কুলের প্রধান ফটক বন্ধ, তবে বাইরে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ, যাদের চোখেমুখে আতঙ্ক আর বিস্ময়।

তৌকিরের অকালমৃত্যু শুধু তার পরিবারের নয়, গোটা জাতির কাছেই এক অপূরণীয় ক্ষতি। তিনি রেখে গেছেন হাজারো মানুষের ভালোবাসা, গর্ব এবং গভীর শূন্যতা। তার স্বপ্ন ছিল আকাশ জয় করা, দায়িত্ব ছিল দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের পথেই তিনি জীবন উৎসর্গ করলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ