জামায়াত আমির বললেন, সরকার দিলে সুযোগ, পাঁচ বছরেই বদলে দেব দেশ!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২১:৪৮:১৭
জামায়াত আমির বললেন, সরকার দিলে সুযোগ, পাঁচ বছরেই বদলে দেব দেশ!
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল

জামায়াত আমিরের মন্তব্য: নির্বাচন আয়োজনের আগে প্রয়োজন মৌলিক সংস্কার ও অপরাধীদের বিচার

আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের আগে জনগণের আস্থা ফেরাতে কিছু মৌলিক সংস্কার এবং নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত ‘জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে’ এক সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারেনি। একই ধরনের নির্বাচন হলে তা জাতির জন্য বেদনার কারণ হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জাতি তাদের স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে। শহীদদের খোঁজ বের করা সরকারের দায়িত্ব হলেও তারা সেই কাজ করেনি। বরং আমরা, জামায়াতে ইসলামী, প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

দলের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা দেশপ্রেমিক। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুদ্ধ হয়েছে, ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধেও আরেকটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে জয়ী হবে বাংলাদেশের মানুষ।”

তিনি দাবি করেন, “যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে যাবে।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমির মখলিছুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন এবং এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

দোয়া পরিচালনা করেন জামায়াতের আমির নিজেই।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ