গ্রেপ্তারে নতুন নিয়ম: পুলিশকে যা করতে হবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৬:৩৭:২৩
গ্রেপ্তারে নতুন নিয়ম: পুলিশকে যা করতে হবে

গ্রেপ্তার প্রক্রিয়ায় স্বচ্ছতা, মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধির (Criminal Procedure Code) কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করেছে সরকার। নতুন আইনি কাঠামো অনুযায়ী, এখন থেকে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ পরিচয় নিশ্চিত করতে হবে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার অনুরোধে আইডি কার্ড দেখাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এটি দেশের বিচারিক ব্যবস্থায় একটি যুগান্তকারী সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা অতীতে দেখেছি, পরিচয়বিহীন বা 'ফ্যাসিবাদী আমলের' ধরনে গ্রেপ্তার প্রক্রিয়া নাগরিক অধিকারের চরম লঙ্ঘন ঘটাত। এখন থেকে এসব অনিয়ম বন্ধে বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে।"

আইন উপদেষ্টা স্পষ্ট করে জানান, গ্রেপ্তার করতে আসা পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের পরিচয় জানানো ও আইডি কার্ড প্রদর্শন এখন আইনগত বাধ্যবাধকতা। গ্রেপ্তারকৃত ব্যক্তির অনুরোধে তা দেখাতে হবে। শুধু তাই নয়, গ্রেপ্তারের কারণ, কোন আইনে আটক করা হলো, সে বিষয়ে একটি লিখিত স্মারক বা মেমোরেন্ডাম সংরক্ষণ করতে হবে।

গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা স্বজনদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে 'গুম', 'আটক অস্বীকার' বা পরিবারকে অজ্ঞাতে রেখে আটক রাখার মতো অভিযোগগুলোর প্রাতিষ্ঠানিকভাবে অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

ড. আসিফ নজরুল বলেন, “প্রতিটি থানায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম-পরিচয় স্পষ্টভাবে প্রকাশ রাখতে হবে যাতে জনগণ এবং স্বজনরা অবগত থাকতে পারেন।” তিনি যোগ করেন, “এখন আর এক সংস্থা অন্য সংস্থার ঘাড়ে দোষ চাপিয়ে নিরুদ্দেশ আটক করার সংস্কৃতি চলবে না।”

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষকের প্রসঙ্গ টেনে বলেন, “দুইজন মেধাবী ও সাহসী শিক্ষিকা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সরকার রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাবে।” তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, “আগামীকাল দেশজুড়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ