নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে  রিজভী, দিলেন যে প্রতিশ্রুতি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৫ ১৫:৩২:১৮
নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে  রিজভী, দিলেন যে প্রতিশ্রুতি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহত দুই সহোদর শিশু নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তিনি সরাসরি রাজধানীর তুরাগ এলাকায় নিহতদের বাসায় উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের খোঁজ-খবর নেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তান হারিয়ে শোকে বিমূঢ় পিতা আশরাফুল আলম রিজভী আহমেদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেন—নাজিয়া ও নাফির কবরের ওপরে যাতে ভবিষ্যতে অন্য কোনো কবর না দেওয়া হয়, তা নিশ্চিত করার দাবি জানান।

রিজভী আহমেদ আশ্বস্ত করে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই মর্মান্তিক এই ঘটনার প্রতি গভীর মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আহত ও নিহতদের পরিবারের খোঁজখবর রাখছেন। সন্তান হারানোর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে কঠিন ও হৃদয়বিদারক শোক। আপনাদের এই দাবি আমরা গুরুত্বসহকারে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাব, যাতে নাজিয়া ও নাফির কবরের পবিত্রতা অক্ষুণ্ন থাকে।”

এই সময় রিজভীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মুনতাসির, তাসিন, মুসাদ্দিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ