সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৩:৪৬:০৭
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি আধুনিক, বাস্তবভিত্তিক এবং টেকসই বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি গণমাধ্যমকে জানান, নতুন গঠিত এই বেতন কমিশনের নেতৃত্বে থাকবেন সাবেক অর্থসচিব ও অভিজ্ঞ প্রশাসক জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে।

বেতন কমিশনটি সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতি এবং জনস্বার্থকে সামনে রেখে একটি আধুনিক ও টেকসই বেতন কাঠামো তৈরির সুপারিশ দেবে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য, প্রণোদনা ও পেনশন কাঠামোসহ কর্মপরিবেশের উন্নয়নের দিকেও কমিশন গুরুত্ব দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এর প্রায় এক দশক পর নতুন কমিশনের উদ্যোগকে সরকারি কর্মচারী মহল ইতিবাচকভাবে দেখছে। তারা মনে করছেন, এই কমিশনের সুপারিশ শুধু বেতন বৃদ্ধির দিকেই নয়, বরং একটি দক্ষ ও উৎসাহী প্রশাসন গঠনে সহায়ক হবে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ