পুলিশ সদস্যদের অপ্রয়োজনীয় তদবির বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:৩১:৫৬
পুলিশ সদস্যদের অপ্রয়োজনীয় তদবির বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে অপ্রয়োজনীয় তদবির ও মন্ত্রণালয়ে সরাসরি যোগাযোগ বন্ধে কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়, যেটিতে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তদবির করেন। এসব তদবিরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হন এবং অফিসের নিয়মিত কাজকর্ম ব্যাহত হয়। এ কারণে এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দেখা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে যেসব কার্যক্রম নেওয়া হয়, তার প্রস্তাবনা অনেক সময় অসম্পূর্ণ থাকে বা শেষ মুহূর্তে পাঠানো হয়। আবার কখনো কখনো মন্ত্রণালয়কে না জানিয়ে সরাসরি অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করে।

এই পরিস্থিতি এড়াতে এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকটি নির্দেশনা জারি করেছে। সেগুলো হলো:

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

পদোন্নতি বা অন্যান্য বিষয়ে অপ্রয়োজনীয় তদবির করা থেকে বিরত থাকতে হবে।

যথাসময়ে সম্পূর্ণ ও সঠিক প্রস্তাবনা পাঠাতে হবে।

বিদেশ ভ্রমণ সংক্রান্ত আবেদন যথাযথভাবে যাচাই করে পাঠাতে হবে।

চিকিৎসাজনিত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে হবে।

আন্তঃমন্ত্রণালয় যোগাযোগের ক্ষেত্রে সরকারি বিধি (রুলস অব বিজনেস) অনুসরণ করতে হবে।

প্রত্যেক কর্মকর্তা নিজ নিজ জেমস আইডিতে তথ্য হালনাগাদ রাখতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা কার্যকরভাবে মানলে প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ