দেশে সুশাসনের অভাব, চাঁদার পরিমাণ বেড়েছে: ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১২:৪৬:৩৬
দেশে সুশাসনের অভাব, চাঁদার পরিমাণ বেড়েছে: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন কোথাও সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যেখানে ব্যবসায়ীদের তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তা বেড়ে পাঁচ লাখ টাকা হয়ে গেছে। পাশাপাশি পুলিশেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

তিনি এই কথা বলেন ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ ও আলোচনাসভায়, যা রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ফখরুল বলেন, দেশের সংস্কারে সময় লাগবে এবং এটি রাতারাতি সম্ভব নয়। তবে তিনি সতর্ক করেছেন, এই সময় গণতান্ত্রিক চর্চা বন্ধ রেখে বসে থাকা যাবে না। কোনো কিছুই জোরপূর্বক চাপিয়ে দেওয়া উচিত নয়। তাই দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কারের পথে যেতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক নীতির কারণে সামনে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি আসতে পারে। তবে রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তার আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ