নির্বাচনী লড়াইয়ে গণঅধিকার পরিষদের হুঙ্কার: ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৮:৩৪:১১
নির্বাচনী লড়াইয়ে গণঅধিকার পরিষদের হুঙ্কার: ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে ৩৬টি সংসদীয় আসনে তাদের প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রাজধানীর পল্টনে অবস্থিত জামান টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রার্থী হচ্ছেন ঝিনাইদহ-২ আসনে। এছাড়াও দলের কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে মনোনীত হয়েছেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা থেকে স্পষ্ট যে, দলটির কাণ্ডারি নেতারাই এবার সরাসরি নির্বাচন করছেন। সহ-সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ আসনে, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন নেত্রকোণা-২ আসনে, এবং দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২ আসনে লড়বেন।

দলটির উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব রংপুর-১, আবু হানিফ কিশোরগঞ্জ-১ এবং শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১ আসনে প্রার্থী হয়েছেন।

সারাদেশ জুড়ে বিস্তৃত মনোনয়ন

মনোনীত প্রার্থীদের মধ্য দিয়ে বোঝা যায়, গণঅধিকার পরিষদ দেশের উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত রাজনৈতিক কৌশল নিচ্ছে। বিশেষ করে:

সিলেট-৬ আসনে প্রার্থী হয়েছেন জাহিদুর রহমান

চট্টগ্রাম অঞ্চলে একাধিক প্রার্থী মনোনীত: মনজুর মোর্শেদ মামুন (চট্টগ্রাম-১৪), ডা. এমদাদুল হাসান (চট্টগ্রাম-১২), কামরুন নাহার ডলি (চট্টগ্রাম-৯), নাছরিন আক্তার লাকী (চট্টগ্রাম-৩)

ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত মনোনয়ন: ইব্রাহিম রওণক (ঢাকা-৫), শেখ শওকত হোসেন (ঢাকা-১৯), মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩)

পশ্চিমাঞ্চলে: শাহজাহান (রাজশাহী-১), সুরুজ্জামান (গাইবান্ধা-৩), মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১)

দক্ষিণে: ইমরান খান রাসেল (পিরোজপুর-৩), মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১), রবিউল হাসান (পটুয়াখালী-৪)

এছাড়া খুলনা, কক্সবাজার, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পাবনা, গাজীপুর ও টাঙ্গাইলেও দলটি প্রার্থী দিয়েছে।

এই তালিকায় অন্তত দুইজন নারী প্রার্থী রয়েছেন, যা গণঅধিকার পরিষদের নারী নেতৃত্ব বিকাশে অঙ্গীকার নির্দেশ করে। চট্টগ্রাম-৩ আসনে নাছরিন আক্তার লাকী এবং চট্টগ্রাম-৯ আসনে কামরুন নাহার ডলি-কে মনোনীত করে দলটি নারী প্রতিনিধিত্বে ইতিবাচক বার্তা দিয়েছে।

গণঅধিকার পরিষদ যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তা এ মনোনয়ন থেকেই স্পষ্ট। দলের অনেক প্রার্থী তরুণ, শিক্ষিত এবং আন্দোলনমুখী রাজনীতির পরিচিত মুখ। ছাত্র অধিকার আন্দোলন থেকে উঠে আসা এই নেতৃবৃন্দ একদিকে যেমন মাঠ পর্যায়ে জনপ্রিয়, তেমনি তারা বিভিন্ন গণতান্ত্রিক ইস্যুতে সোচ্চার ভূমিকা রেখেছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকা প্রাথমিক পর্যায়ের। চূড়ান্ত মনোনয়নের আগে প্রতিটি আসনে প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা, স্থানীয় পরিস্থিতি ও রাজনৈতিক সমীকরণ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

একইসঙ্গে গণঅধিকার পরিষদ জানিয়েছে, তারা জনগণের প্রতিনিধিত্বমূলক রাজনীতি গড়ে তুলতে চায়, যেখানে দলীয় আনুগত্য নয়, বরং জনস্বার্থই হবে প্রাধান্যপ্রাপ্ত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ