মব কালচার রোধে আইনের শাসন কঠোর করতে হবে: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৭:২৮:০৭
 মব কালচার রোধে আইনের শাসন কঠোর করতে হবে: রিজভী

মৌলভীবাজার জেলার বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশজুড়ে বেড়ে চলা ‘মব কালচার’ বা জনসাধারণের নির্বিচার হামলার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে মব কালচার মানুষের মাঝে এমন একটি আতঙ্ক সৃষ্টি করেছে, যা সমাজের স্বাভাবিক নিয়ম ও শান্তি বিনষ্ট করছে। অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে।”

রিজভী বলেন, “আমাদের সংবিধানে এমন একটি বিধান অন্তর্ভুক্ত করা জরুরি যা নির্বাচন কমিশনের সদস্য বা কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে। যেসব ব্যক্তি কমিশনার হিসেবে নিয়োগ পাবেন, তাদের চরিত্র ও মনোভাব এমন হতে হবে যে তারা আল্লাহভয়ের বশে দায়িত্ব পালন করবে এবং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিগত ভাবাদর্শের প্রভাবে আপস করবে না। এই মানদণ্ডে বিচার-বিশ্লেষণ করে কমিশনার নির্বাচন করতে হবে, যাতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় থাকে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন সভাপতিত্ব করেন। তিনি বলেন, “জনগণের মধ্যে গণতন্ত্র ও ন্যায়বিচারের ব্যাপক চাহিদা রয়েছে। বিএনপি এই চাহিদার প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রস্তুত।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যেমন সদস্যসচিব আব্দুর রহিম রিপন, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান, জাসাস নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা দেশের চলমান রাজনৈতিক অবস্থা ও আগামী দিনের সংগ্রামের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

বক্তারা একমত হন যে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। একইসঙ্গে তারা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করে রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিজভী এই সভায় আরও যোগ করেন, “আমাদের সকল কার্যক্রম হবে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দলীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে। সবার প্রতি আহ্বান, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের দেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ