হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৭:৪৯:২৭
হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এবার পদযাত্রা আয়োজন করছে হবিগঞ্জে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একটি বড় বহর হবিগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছায়। আগত নেতাদের বরণ করে নেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির নেতা-কর্মীরা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

হবিগঞ্জ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, বিকেলেই হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা। এই পদযাত্রা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শেষ হবে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে আয়োজিত এক বিশাল জনসভায়।

তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় স্থানীয় জনগণসহ অন্তত ১০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন। এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ড, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং দেশের সংস্কার দাবির প্রসার ঘটাতে এ জনসভাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনসিপি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক জানিয়েছেন, প্রথমে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার অনুমতি চাওয়া হলেও প্রশাসন তা নাকচ করে দেয়। পরে বিকল্প হিসেবে পৌরসভা প্রাঙ্গণে সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত তা পরিবর্তন করে পৌরসভা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসভা অনুষ্ঠিত হবে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে।

এনসিপির নেতারা জানান, এই পদযাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি জনআন্দোলনের প্রতিফলন, যার লক্ষ্য দেশের রাজনৈতিক সংস্কার এবং জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার। হবিগঞ্জসহ অন্যান্য জেলায় দলটির জনপ্রিয়তা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার জন্য এ ধরনের সরাসরি জনসংযোগমূলক কর্মসূচি চালু রাখা হবে বলে জানিয়েছেন তারা।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ