জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড!

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২১:৪১:০৮
জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড!
ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮.৬০ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স বেড়েছে।

আরিফ হোসেন আরও জানান, শুধু গত ২১ জুলাই একদিনেই দেশে এসেছে ৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এতে বোঝা যাচ্ছে, প্রবাসীরা আগের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তিদায়ক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া রেমিট্যান্স বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ