৯ ঘণ্টা আটকে থাকার পর উপদেষ্টা আসিফ নজরুল ও আবরার, পুলিশ পাহারায় কলেজ ত্যাগ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২০:২৪:১৫
৯ ঘণ্টা আটকে থাকার পর উপদেষ্টা আসিফ নজরুল ও আবরার, পুলিশ পাহারায় কলেজ ত্যাগ
ছবি: মো. মামুন

ছাত্রদের বিক্ষোভে আটকা পড়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার, সন্ধ্যায় পুলিশের পাহারায় কলেজ ত্যাগ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভের মুখে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যায় পুলিশের পাহারায় তাঁরা কলেজ ত্যাগ করেন।

সকাল সাড়ে ১০টায় মাইলস্টোন কলেজে আসেন তিনজন। তাঁদের কলেজ ত্যাগের সময় শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং বিভিন্ন দাবি তুলে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিকেলে দিয়াবাড়ি মোড়ে তাঁদের বহর আটকে দেওয়া হয়। বাধার মুখে তাঁরা কলেজের ভবনে ফিরে গিয়ে দ্বিতীয় তলায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সন্ধ্যা ৭টার পর হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। এরপর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনজন কলেজ ত্যাগ করেন। তাঁদের গাড়ি বহর দিয়াবাড়ির মেট্রোরেল ডিপো এলাকা অতিক্রম করে।

এর আগে গতকাল সোমবার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু ও ওই স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনার সময় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।

আজ সকাল ৯টায় শিক্ষার্থীরা বিক্ষোভের ঘোষণা দিলে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীরা কলেজের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করে।

শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানায়—

১. নিহতদের সঠিক পরিচয় প্রকাশ

২. আহতদের পূর্ণাঙ্গ তালিকা

৩. ক্ষতিপূরণ প্রদান

৪. পুরনো ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল

৫. মানবিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু

৬. শিক্ষকদের ওপর সেনাসদস্যদের হাত তোলার ঘটনায় ক্ষমা চাওয়া

পরে উপদেষ্টারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং ড. আসিফ নজরুল জানান, সরকারের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আপনাদের দাবি ন্যায্য, আমরা পাশে আছি।"

তবে এই আশ্বাসে শিক্ষার্থীরা পুরোপুরি সন্তুষ্ট হয়নি। বিকেল সাড়ে ৩টায় উপদেষ্টারা বের হলেও দিয়াবাড়ি মোড়ে আবার বাধার মুখে পড়েন এবং পুনরায় কলেজ ভবনে ফিরে যান। শেষ পর্যন্ত সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তাঁরা কলেজ ত্যাগ করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ