মাত্র ৭ দিনে ব্রণের দাগ ও ত্বকের কালচে ভাব দূর করবে এই প্রাকৃতিক পানীয়!

জীবনযাপন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২০:০০:০৫
মাত্র ৭ দিনে ব্রণের দাগ ও ত্বকের কালচে ভাব দূর করবে এই প্রাকৃতিক পানীয়!
ছবি: সংগৃহীত

ত্বকের ব্রণ, দাগ কিংবা কালচে ভাব অনেকের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। নামিদামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। তবে আশার খবর হলো—মাত্র চারটি ঘরোয়া উপাদানে তৈরি একটি প্রাকৃতিক পানীয় নিয়ম করে খালি পেটে পান করলেই মাত্র সাত দিনেই ত্বক হতে পারে পরিষ্কার, উজ্জ্বল ও দাগমুক্ত। এমনটিই জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।

এই পানীয়টি তৈরি হয়—

১ গ্লাস গরম পানি

১ টেবিল চামচ লেবুর রস

আধা চা চামচ কাঁচা হলুদের রস বা গুঁড়া

১ চা চামচ মধু

এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার হতে শুরু করে।

কেন কাজ করে এটি?

লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং দাগ হালকা করে। হলুদ প্রদাহ কমায় এবং ব্রণের জীবাণু ধ্বংস করে। মধু শরীর থেকে টক্সিন বের করে এবং গরম পানি রক্তসঞ্চালন বাড়িয়ে দেয়, যা ত্বকের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। সব মিলিয়ে এটি একটি অল-ইন-ওয়ান স্কিন ডিটক্স পানীয়।

কারা খেতে পারেন?

যাদের ত্বকে নিয়মিত ব্রণ ওঠে ও দাগ পড়ে

যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা নিস্তেজ

যারা কেমিক্যাল-মুক্ত সমাধান চান

যাদের স্কিনকেয়ার করতে ইচ্ছা থাকলেও বাজেট সীমিত

সতর্কতা:

যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করবেন। যেকোনো নতুন রুটিন শুরুর আগে নিজ শরীরের প্রতিক্রিয়া দেখা জরুরি।

ত্বকের যত্ন শুধু বাইরের যত্নেই সীমাবদ্ধ নয়—ভেতরের পরিচর্যা আরও জরুরি। আর এই পানীয়টি হতে পারে সহজ, সাশ্রয়ী ও প্রাকৃতিক একটি সমাধান আপনার ত্বকের সুস্থতায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ