সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ, আহত অন্তত ৭৫

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১৯:৩৮:৫৩
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ, আহত অন্তত ৭৫
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া। ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই — এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানেই শুরু হয় উত্তেজনা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আহত শিক্ষার্থীদের মধ্যে হাসান, তানভীর, সাকিব, রিফাত, সামিরা, ইমন, মাহি, শাহেদসহ অনেকের নাম পাওয়া গেছে। তাদের সবার বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের অভিযানের মুখে শিক্ষার্থীরা পিছু হটে পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি দলকে জাতীয় স্টেডিয়ামের আশপাশে অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, গভীর রাতে পরীক্ষা স্থগিত হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মানবিক সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষের সময় একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থী মেহবুব ইমন বলেন, “আমরা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসিনি। সহপাঠীদের মৃত্যু ও অমানবিক ব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। অথচ আমাদের ওপরই হামলা চালানো হয়েছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ