সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২০:০৮:৩৮
সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ভারতের সীমানায় ঢুকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া ও আলিম উদ্দিন। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্যমতে, তারা একটি ছোট বারকি নৌকা নিয়ে চেলা নদী পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে নদী থেকে বালু তুলছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা ভারতের মেঘালয়ের চেলা বিএসএফ ক্যাম্পে (মেঘালয়ের ২ বিএসএফ ক্যাম্প) আটক ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, “বিএসএফের কাছে দুই বাংলাদেশি এখনো আটক রয়েছেন। কবে নাগাদ বা কীভাবে তাদের ফেরত আনা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতায় পড়ায় তারাই বিষয়টি দেখছেন।”

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, “দুই ব্যক্তি নদীতে অবৈধভাবে বালু তুলছিলেন এবং এ সময় ভারতের সীমানায় ঢুকে পড়েন। বিএসএফ বাধা দিলে তারা ইটপাটকেল ছোড়েন। এরপর বিএসএফ তাদের আটক করে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ