একাই পুরো দল! জাকেরের ব্যাটে ভর করেই ১৩৩ রানে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২০:১৫:০১
একাই পুরো দল! জাকেরের ব্যাটে ভর করেই ১৩৩ রানে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েও একা লড়াই করে দলকে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন জাকের আলী অনিক। যখন একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরছেন, তখন একপ্রান্ত আগলে রেখে শেষ বলে আউট হওয়ার আগে জাকের তুলে নেন গুরুত্বপূর্ণ ৫৫ রান।

ম্যাচের শুরুতেই ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। ওপেনিংয়ে সুযোগ পাওয়া নাঈম শেখ মাত্র ৩ রানে বিদায় নেন ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে। এরপর লিটন দাস ও পারভেজ হোসেন ইমন কিছুটা হাল ধরার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অধিনায়ক লিটন ব্যক্তিগত ৮ রানে ফিরলে দলীয় স্কোর দাঁড়ায় ২২।

পরের বলেই প্রান্ত বদল করতে গিয়ে রানআউট হন তাওহিদ হৃদয়, ফিরেন শূন্য রানে। চাপে থাকা পারভেজও ১৩ রানে বোল্ড হয়ে যান। মাত্র ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

এই কঠিন পরিস্থিতিতে জাকের আলী অনিক ও শেখ মেহেদী হাসান মিলে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের পঞ্চম উইকেটে আসে ৫৩ রানের কার্যকরী জুটি। মেহেদী করেন ৩৩ রান, ইনিংস সাজান ২টি চার ও ১টি ছক্কায়।

জাকের আলী অনিক একপ্রান্তে দাঁড়িয়ে সাহসী ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত ৫৫ রানে আউট হলেও তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। তার এই লড়াকু ইনিংসের বদৌলতেই বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়।

পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন সালমান, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামবে এখন সফরকারী দল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ