জামালপুরে সেপটিক ট্যাংকে পড়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২০:৩৭:১৭
জামালপুরে সেপটিক ট্যাংকে পড়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে উপজেলার জাঙ্গালিয়া এলাকার কালুর মোড় মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোশারফ হোসেন (৩০) ও জদু মন্ডল (৫০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা এবং দুজনই পেশায় রাজমিস্ত্রি। তাঁরা স্থানীয় জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, কয়েকদিন আগে ওই মসজিদের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজ করেছিলেন তাঁরা। সেই কাজ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রথমে জদু মন্ডল ট্যাংকের ভেতরে নামেন এবং সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে বাঁচাতে ভেতরে নামেন মোশারফ, কিন্তু তিনিও অচেতন হয়ে যান।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের সাইট দেওয়াল ভেঙে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সালেহ মাহাদী জানান, সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। অক্সিজেনের ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রইচ উদ্দিন বলেন, ‘আমরা ট্যাংকের সাইট দেওয়াল ভেঙে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে ভেতরে প্রবেশের সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।’

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সেপটিক ট্যাংকের মতো বিপজ্জনক স্থানে প্রবেশের আগে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। না হলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ