“মানুষ টাকা না, চায় জবাবদিহি”—সরকারকে তির্যক কটাক্ষ সালমানের

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২১:২৭:১৪
“মানুষ টাকা না, চায় জবাবদিহি”—সরকারকে তির্যক কটাক্ষ সালমানের
সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারাদেশে চলছে শোক, ক্ষোভ আর উদ্বেগ। এই ঘটনার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তার সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও রিলস শেয়ার করে সালমান বলেন, “পার্লামেন্টের এই চেয়ারে যে-ই বসেন, তিনি কি কমন সেন্স হারিয়ে ফেলেন?”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনার সময় সাধারণ মানুষ নিজের উদ্যোগে সবকিছু করেছে। কেউ সরকারকে ডাকেনি, কেউ অর্থ সহায়তা চায়নি। কোনো বাবা-মা তো বলেনি, আমাদের টাকা লাগবে।”

এই বক্তব্যের পেছনে মূলত একটি বিতর্কিত ফেসবুক পোস্ট। জানা গেছে, দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়, যা পরে সরিয়ে ফেলা হয়। তবে কেন পোস্টটি সরানো হয়েছে—তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সালমান বলেন, “মানুষ তো টাকা চায়নি, তারা চেয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা আর তাৎক্ষণিক পদক্ষেপ। কিন্তু কী হলো? পুরোনো বুলি, তহবিল গঠন, তদন্ত কমিটি। অথচ এখন পর্যন্ত একটা সেমিনারও করা হয়নি। কেউ কথা বলেনি শিক্ষার্থীদের ট্রমা বা নিরাপত্তা নিয়ে।”

ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে তদন্তের দাবি এবং জবাবদিহিতার প্রশ্ন। সালমান মুক্তাদিরের বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ