দায়িত্বজ্ঞানহীন আচরণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২১:২১:২৮
দায়িত্বজ্ঞানহীন আচরণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
ডা. তাসনিম জারা ও আখতার হোসেন অন্যান্য নেতারা। ছবি-সমকাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ ও সমন্বয়ের অভাবেই দেশের বর্তমান সংকট আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষা উপদেষ্টার ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি সরকারের মানবিক ব্যর্থতা ও দেরিতে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন।

নাহিদ বলেন, "সরকার সঠিক সময়ে মানবিক ও দায়িত্বশীল আচরণ করলে আজকের মতো অবস্থায় পৌঁছাত না। বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণের অভাব ছিল স্পষ্ট।"

তিনি বলেন, রাত ৩টা বা ৪টার সময় পরীক্ষা স্থগিতের খবর জানতে হয়, উপদেষ্টারা ফোন ধরেন না—এটা অত্যন্ত দুঃখজনক। এইচএসসি পরীক্ষার্থীরা এমন সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিক্ষা উপদেষ্টার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এসময় তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

নাহিদ আরও বলেন, “ঘটনার দিন কারা উপস্থিত ছিলেন, কতজন হতাহত হয়েছেন—এসব বিষয়ে সরকারের সঠিক ও স্বচ্ছ তথ্য প্রচার করা উচিত ছিল। লাশ গুম সংক্রান্ত গুজবের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত ও পরিষ্কার বার্তা না আসায় মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়েছে।”

ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে শিশুদের মানসিক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং স্কুল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের যুক্ত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, দেশে কোনো ইমার্জেন্সি ঘটলে কীভাবে তা মোকাবিলা করতে হবে—এমন কোনো স্পষ্ট চিকিৎসা ব্যবস্থা বা রোডম্যাপ নেই। তিনি বলেন, "দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার আগেই প্রাথমিক চিকিৎসা দিতে হয়, অথচ সেদিন কোনো মেডিকেল টিম ছিল না।"

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সবাই মিলে সরকারকে দ্রুত ও মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ