ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৪:১৫:০১
ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন
ছবিঃ সংগৃহীত

দেশের সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, লাইসেন্স নিতে হলে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিপ্তরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ ও সেবামূলক সংস্থা

৬০ ঘণ্টার প্রশিক্ষণ: সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, “ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে। এর মূল কাজ হবে প্রশিক্ষণ এবং তার জন্য যেসব আনুষঙ্গিক কমিটি আছে সেগুলো বাদ দেওয়া হবে। আর ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স নিতে হলে।” প্রশিক্ষণকালীন ভাতাও দেওয়া হবে বলে তিনি জানান।

প্রশিক্ষণের ধরন: দুই ধরনের প্রশিক্ষণ হবে—সড়কের সাইন বোঝা এবং গাড়িকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা। এর সঙ্গে শারীরিক সামর্থ্য ও ডোপ টেস্ট করা হবে। তিনি আশা করেন, আগামী মাসের মধ্যে প্রশিক্ষণ শুরু করা সম্ভব হবে।

বিআরটিএ সংস্কার: সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, তারা বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থায় রূপান্তর করতে চান। প্রশিক্ষণ বিআরটিসি, সেনাবাহিনীসহ বিভিন্ন মাধ্যমে দেওয়া হবে।

নিরাপত্তা ও অন্যান্য উদ্যোগ

ফিটনেসবিহীন গাড়ি: ফিটনেসবিহীন গাড়িকে দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং এর পরিমাণ আরও বাড়ানো হবে।

হেলমেট: দেশে দুর্ঘটনা ও মৃত্যুর হার বাড়ায় মানসম্মত হেলমেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর জন্য সরকার সচেতনতা সৃষ্টি করতে আরোহীদের ১০ হাজার হেলমেট দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী।


বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, শুধু নিরপেক্ষতা চেয়েছে: ড. আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৭:২৩:১৩
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, শুধু নিরপেক্ষতা চেয়েছে: ড. আসিফ নজরুল
ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নিরপেক্ষতা ও প্রধান উপদেষ্টার তদারকি

নিরপেক্ষতা: আইন উপদেষ্টা বলেন, “আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা চেয়েছে।” তিনি মনে করেন, সব দলই অভিযোগ করছে যে অন্য দলের লোক আছে, তার মানে হলো—তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন।

প্রধান উপদেষ্টার তদারকি: অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকাই পালন করছে জানিয়ে তিনি বলেন, “নিরপেক্ষ ভূমিকা পালন করার নিশ্চয়তা প্রধান উপদেষ্টা দিয়েছেন। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় বদলির ব্যাপারটা তিনি নিজে দেখবেন।”

দলীয়করণের অভিযোগ: জনপ্রশাসনে নিয়োগ-বদলি দলীয়ভাবে হয় বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেন। তিনি বলেন, “না, আমরা মনে করি না দলীয়ভাবে হয়।”

নির্বাচন নিয়ে সংশয়

নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কি না, এই প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, “এ ধরনের কথা কোথাও আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়।”

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, “আমার ধারণা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো (নির্বাচন নিয়ে মানুষের সংশয়)।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এ সম্পর্কে সব সংশয় খুব দ্রুত কেটে যাবে।”


কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, ইউএনওদের প্রতি সিইসি’র কঠোর নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৬:২৩:১১
কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, ইউএনওদের প্রতি সিইসি’র কঠোর নির্দেশ
ছবিঃ সংগৃহীত

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কোনো চাপের কাছে নতিস্বীকার না করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি এই আহ্বান জানান।

সিইসি’র হুঁশিয়ারি ও দায়িত্বের পরিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নাসির উদ্দীন ইউএনওদের উদ্দেশে বলেন, “কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন, সেটা যাতে না হয়।”

তাৎক্ষণিক ব্যবস্থা: তিনি বলেন, কোনো সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিরসনের চেষ্টা করতে হবে। ঘটনা শেষ হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হলে হবে না।

কমিশনের অবস্থান: নাসির উদ্দীন জানান, নির্বাচন কমিশনও কারও চাপের কাছে নত হবে না এবং প্রচলিত আইন মেনেই সব নির্দেশনা দেবে। তিনি ইউএনওদের প্রতি ন্যায়, আইনসংগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রবাসী ভোট ও আইন সংস্কার

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউএনওদের উদ্দেশ্য করে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধির কিছু কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে, সেটি বিবেচনায় রাখতে হবে।

প্রবাসী ভোট: তিনি জানান, আগামী ১৬ নভেম্বরে প্রবাসীদের ভোট দেওয়ার অনলাইন অ্যাপ সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য আইসিপিভি (ইন কান্ট্রি পোস্টাল ভোট) সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

নির্বাচনী আবহ: আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনী পরিবেশ সৃষ্টির কাজ এখন থেকেই করতে হবে। নির্বাচন নিরপেক্ষভাবে হবে—এই আবহাওয়া এখন থেকে সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


প্রবাসীরাও এবার ভোট দেবেন: অ্যাপ চালু নিয়ে ইসি’র বড় ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৪:২৯:০৩
প্রবাসীরাও এবার ভোট দেবেন: অ্যাপ চালু নিয়ে ইসি’র বড় ঘোষণা
ছবিঃ সংগৃহীত

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাপটিতে ভোট দিতে চান কি না, সেই সংক্রান্ত ‘হ্যাঁ অথবা না’-এর বিধানও থাকবে।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

সিইসি’র হুঁশিয়ারি ও নিরপেক্ষতার আহ্বান

এই নির্বাচনকে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচন কমিশন (ইসি)।

চাপ মোকাবিলা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন যে, তারা যেন দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করেন। সিইসি বলেন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা দেবে।

আইনের প্রতি শ্রদ্ধাশীল: সিইসি বলেন, দেশের এই দূরবস্থা তৈরি হয়েছে আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে। তিনি ম্যাজিস্ট্রেটদের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা নিয়ে, ভোট বাক্স দখলের আগেই ব্যবস্থা নিতে পরামর্শ দেন।

সুষ্ঠু নির্বাচনের তাগিদ ও সমালোচনা

পুরস্কারের ঘোষণা: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ৫ আগস্টের পর ভয় কেটে গেছে। এবারের নির্বাচনে ভালো দায়িত্ব পালন করতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। তিনি ইউএনওদের উদ্দেশ্যমূলক কাজ না করার সতর্ক করেন এবং জনগণের চাকর হিসেবে নিরপেক্ষতার সাথে কাজ করার নির্দেশ দেন।

রাতের ভোট নিয়ে সমালোচনা: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচনের ব্যাপারে মানুষের অসন্তোষ রয়েই গেছে। রাতের ভোট কে করেছে? নির্বাচন কমিশন কি গিয়ে ব্যালট মেরেছে?” তিনি বলেন, ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, কারণ “দেয়ালে পিঠ ঠেকে গেছে।”

আগের প্রশিক্ষণ ভুলে যেতে আহ্বান: আরেক নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, “আগের ভোটের প্রশিক্ষণ ভুলে গিয়ে এবারের প্রশিক্ষণ গ্রহণ করুন। আগের নির্বাচন সবাই মিলে নষ্ট করেছি।”


আইন উপদেষ্টা: রাজনৈতিক অনৈক্যের কারণে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৪:০৮:০৯
আইন উপদেষ্টা: রাজনৈতিক অনৈক্যের কারণে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির জবাব দিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই দায়িত্ব পালন করছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকার

বিএনপির দাবি: আইন উপদেষ্টা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।

প্রধান উপদেষ্টার নজরদারি: তিনি জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের সব কার্যক্রম এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন ও আইনি প্রক্রিয়া

নির্বাচনে সংশয়: রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয় কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেনা কর্মকর্তাদের বিচার: অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তিনি জানান, তাদের সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় যাওয়ার দাবি জানিয়েছিলেন।


সেনা কর্মকর্তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১১:৩৯:৪৬
সেনা কর্মকর্তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে সেনা হেফাজতে থাকা এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

কারাগারে স্থানান্তরের প্রক্রিয়া

আত্মসমর্পণ: ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, “৮ অক্টোবর তিনটি মামলায় সাবেক-বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি।”

আবেদন: আইনজীবী জানান, আদালত তাদের ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন। তারা তিনটি আবেদন করেছেন—এর মধ্যে একটি জামিনের আবেদন, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদের যেন সাব-জেলে রাখা হয়। এই আবেদনগুলোর শুনানি পরবর্তী তারিখে হবে।

প্রশাসনিক সুবিধা: আইনজীবী বলেন, নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে কর্মকর্তাদের একটি গাড়িতে করে আনা হয়েছে।

সাব-জেল ও পরবর্তী শুনানি

আদালত এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সাব-জেল নিয়ে আইনজীবী বলেন, “এ ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবে। এখন তাদের সেনানিবাসে যে সাব-জেল (উপকারাগার) ঘোষণা করা হয়েছে, সেখানে নেওয়া হবে।”

অন্যদিকে, পলাতক আসামিদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির তারিখ রয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।


শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১১:৩৪:২৬
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার শুনানি ও পরবর্তী তারিখ

গুম সংক্রান্ত এই দুটি মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে সোমবার (২০ অক্টোবর) সকালে এই তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগের (ফর্মাল চার্জ) ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১১:২৮:৩৩
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুন এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রীসহ পলাতকদের হাজিরার নির্দেশ

আদালত এই ১৫ জন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি মামলার অন্যতম আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর ধার্য করেছেন।

সেনাবাহিনীর পূর্বের বক্তব্য

এর আগে গত ১১ অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানিয়েছিলেন, সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে লিয়েন পিওরিয়ডে (LPR) থাকা একজন এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়েছিল।

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনা সদরে এসেছেন এবং তাদের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, দেশে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটাই প্রথম।


দুই উপদেষ্টার মতবিরোধ: ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল নিয়ে বিতর্ক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২১ ১৯:১১:২৮
দুই উপদেষ্টার মতবিরোধ: ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল নিয়ে বিতর্ক
ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ‘১০টি চুক্তি বা প্রকল্প বাতিলের’ তথ্য সঠিক নয়। তিনি দাবি করেছেন, প্রকৃতপক্ষে শুধু একটি চুক্তিই বাতিল হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

চুক্তি বাতিলের সত্যতা

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দাবি করেছিলেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বক্তব্য সেই দাবিকে চ্যালেঞ্জ করেছে।

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য: এম তৌহিদ হোসেন বলেন, “যে তালিকাটি এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো এটা তিনি না করলেও পারতেন। তবে যে তালিকা সেখানে এসেছে, সেটি সঠিক নয়। এর অধিকাংশ চুক্তিই বাস্তবে নেই।”

বাতিল হওয়া চুক্তি: তিনি নিশ্চিত করেন, শুধু একটি চুক্তিই বাতিল হয়েছে, সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়া চলমান রয়েছে।

আসিফ মাহমুদের প্রকাশিত তালিকা

গতকাল সোমবার (২০ অক্টোবর) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি/প্রকল্পগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকায় তিনি ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, আশুগঞ্জ-আগরতলা করিডর, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলসহ (মিরসরাই ও মোংলা আইইজেড) মোট ১০টি চুক্তির কথা উল্লেখ করেছিলেন।


১৩ প্রকল্প অনুমোদন একনেক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২১ ১৬:১২:৪১
১৩ প্রকল্প অনুমোদন একনেক
ছবিঃ সংগৃহীত

গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৮৫ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৫৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রধান প্রকল্পগুলো

একনেকে অনুমোদিত ১৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে:

খাদ্য ও কৃষি: রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো অ্যাগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প।

নগর উন্নয়ন: খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন, গাজীপুর সিটি করপোরেশনের ১-৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ, এবং উত্তরা লেক উন্নয়ন প্রকল্প।

স্বাস্থ্য: পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প।

যোগাযোগ ও রেলওয়ে: কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ, রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প।

অন্যান্য: ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ, এবং বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি সম্প্রসারণ।

পাঠকের মতামত: