জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৮:১৭:০৫
জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায়
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

জামায়াত প্রতিনিধিদল

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়াত মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, বিশেষ করে পিআর পদ্ধতি ও নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

এনসিপি ও বিএনপির বৈঠক

এনসিপি: এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সারজিস আলম, তাসনিম জারা সহ অন্যান্য নেতারা।

বিএনপি: গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিল।


জামায়াতের হুঁশিয়ারি: কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ২১:১৫:৪৬
জামায়াতের হুঁশিয়ারি: কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছে
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তার পরিষদভুক্ত কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কাদের নিয়ে এই আপত্তি, তাদের নাম প্রকাশ করেনি দলটি।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

আপত্তির কারণ ও হুঁশিয়ারি

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা বলেছি, কিছু কিছু লোক আপনাকে (প্রধান উপদেষ্টাকে) বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি। তাদেরকে, তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার।”

এক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিল। নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে বিএনপিও আহ্বান জানিয়েছিল।

অপসারণের দাবি: সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি... আমরা প্রথমদিন যাইয়াই অপসারণ চাইনি। আমরা বলছি, আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সময় দিচ্ছি। যদি না হয়, তাহলে আমরা যা যা করার, সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব।”

প্রধান উপদেষ্টার আশ্বাস ও আলোচনা

জামায়াতে ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন, “উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা করতে হবে, সেটি উনি করবেন, ইনশা আল্লাহ।”

এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে:

জুলাই সনদ: জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া।

গণভোট: নভেম্বর মাসের শেষ দিকে গণভোট আয়োজন।

আইনি ব্যবস্থা: জুলাই সনদের বাস্তবায়নের জন্য ‘এক্সট্রা জুড়িশিয়াল অ্যারেঞ্জমেন্ট’ জারির বিষয়ে আলোচনা।

তত্ত্বাবধায়ক সরকার: তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে। রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান তিনি।

বৈঠকে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।


নাহিদ ইসলামের বিস্ফোরক দাবি: জানালেন কেন নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা জরুরি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ২১:০৪:২৯
নাহিদ ইসলামের বিস্ফোরক দাবি: জানালেন কেন নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা জরুরি
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠন প্রয়োজন। তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না। এটা স্বচ্ছ হচ্ছে না।”

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি’র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম পরিচালনা করার কথা ছিল, সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে।”

তিনি বলেন, বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোতে কীভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে, সেই বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন, আর সেই লক্ষ্যে এই মুহূর্তে ইসি পুনর্গঠিত হওয়া প্রয়োজন।

জুলাই সনদের শর্ত

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের বিষয়েও দলটির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদের শুধু কাগজের মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে, সেটা সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।”


সারজিসের নতুন বার্তা: নন-ক্যাডার পদে নিয়োগবিধি নিয়ে কী বললেন?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ২০:২১:৫৭
সারজিসের নতুন বার্তা: নন-ক্যাডার পদে নিয়োগবিধি নিয়ে কী বললেন?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালাটি আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন পেয়ে যাবে বলে তারা প্রত্যাশা করছেন।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

যৌক্তিক দাবি ও দীর্ঘদিনের সমস্যা

সারজিস আলম বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সেই চাকরিপ্রত্যাশী ভাইবোনদের যৌক্তিক দাবি এনসিপির কাছে সবসময় গুরুত্বপূর্ণ। তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে ‘নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা ২০২৫’ দ্রুত করার জন্য অনুরোধ করেছেন।

প্রধান উপদেষ্টার আশ্বাস: তিনি জানান, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন, এই ফাইল তার টেবিলে আসা মাত্রই তিনি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন দেবেন।

পিএসসি’র কাছে অনুরোধ: এনসিপি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩তম বিসিএস-এর নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশের জন্য প্রস্তাব করার অনুরোধ করেছে।

সমস্যার মূল কারণ

এনসিপির এই নেতা ব্যাখ্যা করেন, কেন এই সমস্যা দ্রুত সমাধান করা জরুরি:

“একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, পরেরবার তিনি অন্য ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন, কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান। এতে ওই মানুষটির নতুন করে যে পদটি পেয়েছেন, ওই পদটি খালি থাকে এবং তার পরেই যে যোগ্য মানুষটি ছিল, তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন।”

তিনি মনে করেন, এই সমস্যা প্রতিটি ক্যাডারেই দেখা যায় এবং দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহেই, এই সমস্যার সমাধান করা প্রয়োজন।


বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সই নয়: জুলাই সনদে এনসিপি’র শর্ত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৯:২৬:২৭
বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সই নয়: জুলাই সনদে এনসিপি’র শর্ত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে, সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।”

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনি ভিত্তি ও গণভোটের দাবি

নাহিদ ইসলাম বলেন, যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেয়নি, তাই তারা তাদের অবস্থান সরকারের কাছে এবং ঐকমত্য কমিশনের কাছেও তুলে ধরেছেন।

দাবির মূলকথা: “জুলাই সনদের শুধু কাগজের মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে, সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।”

সাংবিধানিক আদেশ: তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সাংবিধানিক আদেশের কথা তারা বলছেন। গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টারই আছে। এনসিপি সেই আদেশের আইনি ও রাজনৈতিক কারণ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেছে।

নোট অব ডিসেন্ট: নাহিদ ইসলাম বলেন, যেহেতু সবাই বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তাই নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কোনো কার্যকারিতা থাকবে না। জুলাই সনদে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ একটি নতুন সংবিধান তৈরি করবে।

নাহিদ ইসলাম জানান, সরকার তাদের দাবিগুলো বিবেচনা করে এবং যৌক্তিকভাবে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেবে, সেটার ওপর নির্ভর করেই তারা সনদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করবেন।


সরকারে দলীয় লোকজন থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৭:১৬:২২
সরকারে দলীয় লোকজন থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: রিজভী
ছবিঃ সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন, বর্তমান সরকারে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলীয় লোকজনকে সরিয়ে দিতে হবে।

বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলীয়করণ ও জুলাই সনদ

রিজভী অভিযোগ করেন, এ দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।

জুলাই সনদ: তিনি বলেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে এবং এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি।

শেখ হাসিনার সমালোচনা: রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী, কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে।

আইন-শৃঙ্খলা: তিনি স্বীকার করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয়।

পরিবেশ ও নির্বাচন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেবে।

রিজভী বলেন, বিএনপির স্বাভাবিক ও সুস্থ রাজনৈতিক যাত্রাপথে বহু বাধা ও ষড়যন্ত্র চলছে। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে।


তারেক রহমানের নির্দেশে প্রার্থী বাছাই ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৭:০১:৩৬
তারেক রহমানের নির্দেশে প্রার্থী বাছাই ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চলতি অক্টোবরের মধ্যেই প্রায় ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি এখন পর্যন্ত প্রায় ১৫০ আসনে প্রার্থিতা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে। দলের স্থায়ী কমিটির কোনো কোনো সদস্য চান, বিভ্রান্তি এড়াতে এসব প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক।

আসন সংকট ও সাংগঠনিক পদক্ষেপ

জরিপ ও চূড়ান্তকরণ: প্রার্থী বাছাইয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে ইতোমধ্যে পাঁচটি জরিপ হয়েছে। একাধিক প্রার্থী এবং কোন্দল থাকায় শতাধিক আসনকে ‘জটিলতা’ বিবেচনা করে সংকট নিরসনে সাংগঠনিক উদ্যোগ নিয়েছে বিএনপি।

কঠোর নির্দেশনা: এসব আসনের প্রার্থীকে কেন্দ্রে ডেকে দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়।

প্রতিপক্ষ জামায়াত: ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে।

প্রশাসনে জামায়াতীকরণ ও ইসির উদ্যোগ

স্থায়ী কমিটির বৈঠকে সরকারের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াতীকরণ করা হচ্ছে।

ভোটগ্রহণ কর্মকর্তা: আলোচনায় উঠে আসে, সারাদেশে ভোটগ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেটির অধিকাংশ কর্মকর্তা ছাত্রজীবনে শিবির এবং বর্তমানে জামায়াতপন্থি। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

ইসি বৈঠক: এ লক্ষ্যে আজ (বুধবার) বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সতর্কতার সঙ্গে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্যানেল প্রণয়ন করার আহ্বান জানাবে।

রাজনৈতিক কৌশল ও প্রচার

বিএনপি নির্বাচনে ধর্মীয় প্রচারের বিপরীতে রাজনৈতিক কৌশল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের নারী সংগঠনকে প্রত্যেক আসনে পুরোপুরি মাঠে নামানো হবে। জেন-জি প্রজন্মকে আকৃষ্ট করতে ছাত্র ও যুব সংগঠনকেও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিশ্রুতি: বিএনপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে এক কোটি তরুণের কর্মসংস্থান এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।


এনসিপি’র সেই গুরুত্বপূর্ণ বৈঠক আজ: জুলাই সনদের সমাধান কী আসবে?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২২ ১৪:৩৩:৫০
এনসিপি’র সেই গুরুত্বপূর্ণ বৈঠক আজ: জুলাই সনদের সমাধান কী আসবে?
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিদল।

এনসিপি ও জামায়াতের কর্মসূচি

এনসিপি: বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

জামায়াতে ইসলামী: সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।


জামায়াত ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না:গোলাম পরওয়ার 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২১ ২১:৫৩:৫৯
জামায়াত ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না:গোলাম পরওয়ার 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন।” তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না, কারণ জামায়াত ঘুষ, চাঁদাবাজি ও সন্ত্রাস করে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ পরিচালনায় পরিবর্তনের আহ্বান

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল—আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল। তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, শুধু নিজেদের পরিবর্তন করেছে।

তিনি বলেন:

“ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন। দেশের মানুষকে ভালো রাখবে, ইনশাআল্লাহ।”

গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, জামায়াত ঘর দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবেন।


প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির উদ্বেগ: ফখরুল জানালেন আলোচনার বিষয়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ২১ ২০:১৬:৪৫
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির উদ্বেগ: ফখরুল জানালেন আলোচনার বিষয়
ছবিঃ সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই কেয়ারটেকার সরকারের আদলে রূপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন।

প্রশাসনের নিরপেক্ষতার ওপর জোর

বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল (অন্য দুই সদস্য হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ দিতে হলে প্রথমেই প্রয়োজন হবে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করা।

সচিবালয় ও জেলা প্রশাসন: তিনি বলেন, সচিবালয় এবং জেলা প্রশাসনে যারা এখনো ‘চিহ্নিত ফ্যাসিস্টের দোসর’ হিসেবে কাজ করছেন, তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের জন্য আমরা বলেছি।

পুলিশ ও নিয়োগ: পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত নতুন নিয়োগ বা পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলেছি।

বিচার বিভাগ: বিএনপি মহাসচিব বিচার বিভাগ, বিশেষ করে বিচার বিভাগের উচ্চপর্যায়ে এখনো থাকা ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারক দেওয়ার ব্যবস্থা করার দাবিও জানান।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাদের অপসারণ করার জন্য দাবি জানানোই ছিল সাক্ষাতের মূল উদ্দেশ্য।

পাঠকের মতামত: