বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করালো পাকিস্তান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২০:০৩:৫৮
বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে চড়াও হয় পাকিস্তান। ফখর জামানের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ব্যাটার দলকে এনে দেন শক্ত ভিত। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে ৬৩ রান করেন তিনি। তার ইনিংসটি থামে ১১.১ ওভারে, দলীয় স্কোর তখন ৯৩।

এই ভিত্তির ওপর দাঁড়িয়েই পাকিস্তান পায় বড় সংগ্রহ। ইনিংসের মাঝপথে ঝড় তোলেন হাসান নওয়াজ। তিনি চার নম্বরে নেমে ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন। রান তুলতে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া মোহাম্মদ নওয়াজ এবার নিজেকে মেলে ধরেন। ১৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ২৭ রান।

তবে শেষের দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান আর গতি পায়নি। একপর্যায়ে মনে হচ্ছিল দলীয় রান দুইশ’ ছাড়াবে, তবে শেষ পর্যন্ত তা হয়নি।

বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। যদিও শুরুতে তাসকিন আহমেদকে চাপে দেখা যায়নি। পরে স্লগ ওভারে ফিরে এসে তিনি ৩ উইকেট নেন, তবে খরচ করেন ৩৮ রান।

দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল ইসলাম এবার ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। স্পিনার শেখ মেহেদি ৩ ওভারে দেন ৩৬ রান, কোনো উইকেট পাননি। মিরাজ এক ওভারে ১৪ রান খরচ করেন। আর সাইফউদ্দিন ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ