গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করলেন আসিফ মাহমুদ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৯:৪২:৫১
গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করলেন আসিফ মাহমুদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভাষায়, “আমি যতটুকু দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ও সফল ভূমিকা পালন করেছে। তারা সবাইকে নিরাপদে সরিয়ে নিতে পেরেছে।”

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জের সহিংস ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি, দেশের বিভিন্ন এলাকা থেকে কিছু সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল। এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ সবসময় শান্তিপূর্ণভাবে থাকতে চায়। রাজনৈতিক কর্মকাণ্ডও শান্তিপূর্ণ পরিবেশে হওয়া উচিত।”

এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রসঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ। তার মতে, “জুলাই মাসে যখন গণ-অভ্যুত্থান হয়েছিল, তখন গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান এসেছিল। অথচ এখন আবার জুলাই মাসেই প্রশ্ন উঠছে—নৌকা প্রতীক থাকবে কি না। এটা দুঃখজনক।”

তিনি বলেন, “আওয়ামী লীগ তিন দফায় যেই প্রতীকে নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই প্রতীক রাখার বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চ্যালেঞ্জ করে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ