পিআর পদ্ধতি অগ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: মুশফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ২০:২২:২৫
পিআর পদ্ধতি অগ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: মুশফিকুর রহমান
ছবি: কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, বিএনপি কখনোই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে গ্রহণ করে না, কারণ এই পদ্ধতিতে গঠিত সরকার কখনোই স্থিতিশীল হয় না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেট চত্বরে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণও করা হয়।

মুশফিকুর রহমান বলেন, "আমাদের পার্শ্ববর্তী যে বড় রাষ্ট্র আছে, তারা আমাদের কল্যাণ চায় না। আমাদের নিজেদের মঙ্গলের দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ মঙ্গল কেবল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই অর্জন সম্ভব।"

তিনি আরও বলেন, "যে যতই চেষ্টা করুক না কেন, এই দেশের সংকটের একমাত্র সমাধান সুষ্ঠু নির্বাচন।"

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ