‘চাকরি নেই, বাজারে যেতেও ভয়!’—মধ্যবিত্তের কষ্ট তুলে ধরলেন এনসিপি নেতা নাসীরুদ্দিন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১৯:৪০:৫৮
‘চাকরি নেই, বাজারে যেতেও ভয়!’—মধ্যবিত্তের কষ্ট তুলে ধরলেন এনসিপি নেতা নাসীরুদ্দিন
ছবি: সংগৃহীত

দেশে বেকার তরুণদের অবস্থার প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, চাকরির জন্য যারা রাজপথে নেমেছে, তাদের কিছুই হয়নি, কিন্তু উপদেষ্টারা সব সুবিধা পেয়েছেন। শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে এনসিপির পদযাত্রা শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “চাকরির আশায় যারা রাজপথে নামলেন, তাদের কোনো ব্যবস্থা হয়নি। তরুণ প্রজন্ম চাকরি পায়নি, কিন্তু উপদেষ্টারা বাড়ি পেয়েছেন, সব সুবিধা পেয়েছেন। বড় বড় মাফিয়ারা ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে। অথচ দেশের যুব সমাজ ও ছাত্রদের জন্য কোনো কর্মসংস্থান হয়নি।”

তিনি আরও বলেন, “মধ্যবিত্ত পরিবারগুলো এখন বাজারে গিয়েও সবজি কিনতে পারেন না। বাজেটের সঙ্গে ব্যয় মেলাতে না পেরে খালি হাতে বাড়ি ফিরতে হয়। এমন বাংলাদেশ কেউ চায় না। এনসিপি ক্ষমতায় গেলে দেশের ৬৪টি জেলাতেই চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।”

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “যে প্রশাসন জনগণের করের টাকায় চলে, সেই প্রশাসন যদি জনগণের উপকার না করে, তবে তা মেনে নেওয়া যায় না। দেশে প্রায় ৫০ শতাংশ মানুষ তরুণ। তারা বাবা-মায়ের কষ্টের টাকা খরচ করে পড়ালেখা করে, কিন্তু একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। এটা খুবই দুঃখজনক।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ ও সংগঠক সাদিয়া ফারজানা দীনা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ