মুরাদনগরে বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগের পেছনের কারণ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১২:৪৪:০৪
মুরাদনগরে বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগের পেছনের কারণ

কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও জুলাই মাসের আলোচিত গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক খাদিজা আক্তার কেয়া তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত কবির হোসেনের কন্যা কেয়া বর্তমানে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। শনিবার (২৬ জুলাই) বিকেলে তিনি নিজ ফেসবুক আইডিয়ায় একটি ঘোষণা প্রদান করে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

কেয়া তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “গণঅভ্যুত্থানের পর আমরা মুরাদনগর থেকে একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, যেখানে হাজারো সহযোদ্ধা শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে কোনোভাবেই অবিশ্বাস বা বেইমানি করতে চাই না, এজন্য নিজ উদ্যোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার থেকে আমি ঐ প্ল্যাটফর্মের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকব না।”

তিনি আরও জানান, “আমার উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে যে, ‘যার জন্য লড়েছি, তিনি আমাকে চোর বলেছেন’। কিন্তু আমি নিশ্চিত, যারা আমাকে চোর বলছেন, তারা আমার সহকর্মী ও কর্মসূচির সহযোদ্ধারা নয়। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল একজন কর্মী ছিলাম, কিন্তু আজ থেকে এ আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

দেশ ও জাতির স্বার্থে সংগ্রামের প্রতিশ্রুতি ব্যক্ত করে কেয়া বলেন, “দেশের কল্যাণে আমি সর্বদা লড়াই চালিয়ে যাব এবং ভবিষ্যতেও দেশের পক্ষে সক্রিয় থাকব, ইনশাআল্লাহ।”

কেয়া আরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন যে, সম্প্রতি কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের নেতারা সামনের সারিতে উপস্থিত ছিলেন, যারা পূর্বেও তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা সৃষ্টি করেছিল। এ ঘটনাকে শহীদ যোদ্ধাদের প্রতি অবিচার বলে তিনি অভিহিত করেন এবং উল্লেখ করেন, “এই ধরনের পরিস্থিতি আমাকে প্ল্যাটফর্মে থাকার অনিচ্ছা জাগিয়েছে।”

তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। তবে দেশের উন্নয়ন ও সংস্কারের পক্ষে সবসময় সংগ্রামে অবিচল থাকবেন।

এদিকে, খাদিজা আক্তার কেয়ার পদত্যাগের খবর পাওয়ার পর মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। এই পদক্ষেপ দল ও আন্দোলনের ভবিষ্যত পথচলায় প্রভাব ফেলবে কি না, তা সময়ের সঙ্গে জানা যাবে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ