চাঁদ মামা খ্যাত দোলার সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘আঘাত’ গাইলেন রুমি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১১:২১:৩৪
চাঁদ মামা খ্যাত দোলার সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘আঘাত’ গাইলেন রুমি
ছবিঃ সত্য নিউজ

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরেই গান গাইতে পছন্দ করেন। তবে মাঝে মাঝে ব্যতিক্রমও দেখা যায়—আর সেই ব্যতিক্রমের তালিকায় যোগ হলো নতুন একটি গান ‘আঘাত’। সম্প্রতি প্রকাশের অপেক্ষায় থাকা ইউটিউব চলচ্চিত্র ‘সহযাত্রী’-র জন্য তৈরি হয়েছে এই গানটি।

‘আঘাত’ গানের কথা লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। জনপ্রিয় শিশুতোষ গান ‘চাঁদ মামা’ খ্যাত গায়িকা দোলা এই গানে রুমির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। তাদের কণ্ঠের আবেগ আর সুরের মাধুর্যে গানটি হয়ে উঠেছে এক অনন্য সৃষ্টি।

ছবির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ দীর্ঘদিন ধরেই আরফিন রুমির সঙ্গে কাজ করছেন। সেই সম্পর্কের টানেই রাজের অনুরোধে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমি। তিনি বলেন, “রাজ ভাই কিছু বললে না বলতে পারি না। আঘাত গানটি দারুণ হয়েছে। লুৎফর হাসানের লেখার গভীরতা আর মার্সেলের সুরের সংবেদনশীলতা দারুণভাবে মিলে গেছে। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।”

এছাড়া নির্মাতা রাজ গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “এই গানের কথা মানুষের মনে দীর্ঘদিন ধরে থাকবে। হৃদয়ছোঁয়া কথার সঙ্গে সুরের মেলবন্ধন একে চিরস্থায়ী আবেদন দেবে।”

‘আঘাত’ গানটি খুব শিগগিরই Cinemawala Music ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। একই সঙ্গে মুক্তি পাবে ‘সহযাত্রী’ নামের সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিও।

গানটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং এটি একটি আবেগঘন গল্পের আবশ্যিক অনুষঙ্গ, যা দর্শক-শ্রোতাকে গভীর অনুভূতিতে ডুবিয়ে দেবে বলেই প্রত্যাশা।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ