চাঁদ মামা খ্যাত দোলার সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘আঘাত’ গাইলেন রুমি

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরেই গান গাইতে পছন্দ করেন। তবে মাঝে মাঝে ব্যতিক্রমও দেখা যায়—আর সেই ব্যতিক্রমের তালিকায় যোগ হলো নতুন একটি গান ‘আঘাত’। সম্প্রতি প্রকাশের অপেক্ষায় থাকা ইউটিউব চলচ্চিত্র ‘সহযাত্রী’-র জন্য তৈরি হয়েছে এই গানটি।
‘আঘাত’ গানের কথা লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। জনপ্রিয় শিশুতোষ গান ‘চাঁদ মামা’ খ্যাত গায়িকা দোলা এই গানে রুমির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। তাদের কণ্ঠের আবেগ আর সুরের মাধুর্যে গানটি হয়ে উঠেছে এক অনন্য সৃষ্টি।
ছবির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ দীর্ঘদিন ধরেই আরফিন রুমির সঙ্গে কাজ করছেন। সেই সম্পর্কের টানেই রাজের অনুরোধে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমি। তিনি বলেন, “রাজ ভাই কিছু বললে না বলতে পারি না। আঘাত গানটি দারুণ হয়েছে। লুৎফর হাসানের লেখার গভীরতা আর মার্সেলের সুরের সংবেদনশীলতা দারুণভাবে মিলে গেছে। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।”
এছাড়া নির্মাতা রাজ গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “এই গানের কথা মানুষের মনে দীর্ঘদিন ধরে থাকবে। হৃদয়ছোঁয়া কথার সঙ্গে সুরের মেলবন্ধন একে চিরস্থায়ী আবেদন দেবে।”
‘আঘাত’ গানটি খুব শিগগিরই Cinemawala Music ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। একই সঙ্গে মুক্তি পাবে ‘সহযাত্রী’ নামের সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিও।
গানটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং এটি একটি আবেগঘন গল্পের আবশ্যিক অনুষঙ্গ, যা দর্শক-শ্রোতাকে গভীর অনুভূতিতে ডুবিয়ে দেবে বলেই প্রত্যাশা।
-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক
ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫: কারা পেলেন সেরা সম্মাননা
ইতালির ভেনিসে মর্যাদাপূর্ণ ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা নামল শনিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে ২১টি ছবির মধ্য থেকে বিজয়ী বেছে নিয়েছেন আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেইনের নেতৃত্বাধীন জুরি বোর্ড।
গোল্ডেন লায়ন বা শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মার্কিন নির্মাতা জিম জারমাশের "ফাদার মাদার সিস্টার ব্রাদার"। সমকালীন মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত ছবিটি উৎসবে ব্যাপক সাড়া ফেলে।
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে তিউনিসিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার "দ্য ভয়েস অব হিন্দ রাজাব"। যুদ্ধবিধ্বস্ত জীবনের কণ্ঠস্বর তুলে ধরা এই ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন মার্কিন চলচ্চিত্রকার বেনি সাফদি, তার চলচ্চিত্র "দ্য স্ম্যাশিং মেশিন"–এর জন্য।
অভিনয়ে বিশেষ স্বীকৃতির মধ্যে, ভলপি কাপ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চীনা শিল্পী শিন ঝিলেই, তার অভিনীত "দ্য সান রাইজেস অন আস অল" ছবির জন্য। অন্যদিকে, ইতালির প্রখ্যাত অভিনেতা টনি সারভিলো পেয়েছেন ভলপি কাপ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, পাওলো সোরেন্তিনোর চলচ্চিত্র **"লা গ্রাজিয়া"**তে অসাধারণ অভিনয়ের জন্য।
সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ফরাসি নির্মাতা ভ্যালেরি ডনজেলি–এর হাতে, তার চলচ্চিত্র "আ পিয়েদ দ’উভর" (অ্যাট ওয়ার্ক)–এর জন্য।
বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি–র চলচ্চিত্র "সোত্তো লে নুভোলে" (বিলো দ্য ক্লাউডস)।
এছাড়া মারসেলো মাস্ত্রোয়ানি পুরস্কার, যা তরুণ অভিনেতা–অভিনেত্রীদের জন্য সংরক্ষিত, পেয়েছেন সুইস শিল্পী লুনা ওয়েডলার। তিনি অভিনয় করেছেন ইলদিকো এনিয়েদির "সাইলেন্ট ফ্রেন্ড" ছবিতে।
বৈচিত্র্যময় এই পুরস্কার তালিকা শুধু বিশ্ব চলচ্চিত্রের ভিন্নধর্মী কণ্ঠস্বরই নয়, বরং নতুন প্রজন্মের শিল্পীদের উত্থানকেও আলোকিত করেছে।
-শারমিন সুলতানা
বার্মিংহামে বলিউডের ‘ওজিজি’ রানী: কারিনা কাপুর খানের সিলভার শাড়ি
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও সকলের মন জয় করেছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের বার্মিংহামে একটি ইভেন্টে উপস্থিত হন এবং সেখানকার লাল কার্পেটে তাঁর ঝলমলানো সিলভার শাড়ি দর্শকদের তাক লাগিয়ে দেয়।
কারিনার পোশাক এবং গ্ল্যামার শুধুমাত্র ফ্যাশন নয়, বরং তার উপস্থিতি ও আত্মবিশ্বাসের এক সমন্বয়। ছবি ও ভিডিওতে দেখা গেছে, তিনি একাধারে মার্জিত ও স্টাইলিশ লুকে সবাইকে মুগ্ধ করেছেন। এই মুহূর্তের মধ্য দিয়ে কারিনা প্রমাণ করলেন কেন তিনি বলিউডের ‘ওজিজি’ রানী।
ফ্যান ও ফ্যাশন বিশেষজ্ঞরা কারিনার স্টাইলের প্রশংসা করেছেন। তাদের মতে, লাল কার্পেটে তার এমন আত্মবিশ্বাসী ও উজ্জ্বল উপস্থিতি প্রতিটি ফ্যাশনপ্রেমীর জন্য অনুপ্রেরণা।
কারিনা কাপুর খানের এই লুক শুধু পোশাক নয়, বরং একটি বলিউডের স্টাইল স্টেটমেন্ট। তাঁর উপস্থিতি যেকোনো ইভেন্টকে স্মরণীয় করে তুলেছে এবং দর্শকদের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে।
-শারমিন সুলতানা
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস: পোশাক নয়, স্টাইলের প্রদর্শনী
মুম্বাইতে অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫। লাল কার্পেটে জমকালো পরিবেশ, গ্ল্যামার এবং স্টাইলের সমারোহ দেখা গেল। রাতভর চলা অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা তাদের সেরা ফ্যাশন গেমটি নিয়ে উপস্থিত হন।
করণ জোহর, আনন্যা পান্ডে, তাপসী পান্নু সহ অনেকেই নিজেরা লাল কার্পেটে ঝলমল করে ওঠেন। বিশেষত আনন্যা ও তাপসীর পোশাকের সংমিশ্রণ, রঙের ব্যবহার এবং এক্সেসরিজ তাদেরকে আলাদা করে তুলে ধরে। করণ জোহরের মার্জিত এবং আধুনিক লুকে দর্শকদের মন কেড়ে নেয়।
অনুষ্ঠানের লাল কার্পেটের এই মুহূর্তগুলো শুধুমাত্র পোশাক নয়, বরং স্টাইলের সঙ্গে আত্মবিশ্বাস, ভঙ্গি এবং ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্টাইলিং শুধু পোশাক নয়, পুরো উপস্থিতিকে প্রভাবিত করে।
লাল কার্পেটে উপস্থিত এই সকল তারকারা নতুন ফ্যাশন ট্রেন্ড স্থাপন করার পাশাপাশি বলিউডের স্টাইল স্ট্যান্ডার্ডও তুলে ধরেছেন। কেউ ক্লাসিক লুক বেছে নিয়েছেন, কেউ আবার সাহসী ও এক্সপেরিমেন্টাল স্টাইল।
ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর লাল কার্পেট একবারে প্রমাণ করল, বলিউডের ফ্যাশন শুধু পোশাক নয়, এটি একটি সমন্বিত স্টাইল ও পারফরম্যান্সের প্রদর্শনী।
-শারমিন সুলতানা
বলিউডে বহিরাগতদের প্রতি ক্ষোভ, ‘নেপো বেবি’দের পক্ষ নিলেন তনিশা মুখার্জি
বলিউড অভিনেত্রী তনিশা মুখার্জি সম্প্রতি বলিউড সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়, তিনি নিজেকে ‘বলিউড বেবি’ মনে করেন এবং এই শিল্পের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তাই যখনই বলিউডকে একতরফাভাবে সমালোচনা করা হয়, তা তাকে গভীরভাবে আঘাত করে। তনিশা মনে করেন, যারা চলচ্চিত্র পরিবার থেকে আসেন তারা শিল্পকে সমৃদ্ধ করতে চান, কিন্তু বাইরে থেকে আসা অনেকেই শুধুমাত্র সুযোগ নিতে আসেন, শিল্পের প্রতি তাদের প্রকৃত আনুগত্য থাকে না।
‘নেপো বেবি’ বিতর্কে খোলামেলা তনিশা
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনিশা বলেন, “আমরা বলি Make in India, বলিউডও তো ভারতের সংস্কৃতির অংশ। সবই এখানে তৈরি হচ্ছে—অভিনেতা, বিষয়বস্তু, গল্প। তাহলে কেন আমরা কোনো ছাড় পাচ্ছি না? কেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে? কেন আমাদের ক্রমাগত বলিউড-বাশ করা হচ্ছে? এটা আমাকে কষ্ট দেয়। কারণ আমি বলিউড বেবি, আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। আমি নেপো বেবিদেরও ভালোবাসি। কিন্তু আমি জানতে চাই, কেন আমাদের বারবার আঘাত করা হচ্ছে?”
বহিরাগতদের সমালোচনা
তনিশা বলেন, “যখন কেউ চলচ্চিত্র পরিবার থেকে আসে, তখন তারা ইন্ডাস্ট্রির কথাই আগে ভাবে। তারা শুধু কাজ নিতে আসে না, শিল্পকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়েও ভাবে। কিন্তু বাইরে থেকে আসা অনেকে কোনো আনুগত্য ছাড়াই আসে—তাদের উদ্দেশ্য কেবল নেওয়া, দেওয়ার মানসিকতা নেই।”
তিনি আরও যোগ করেন, হয়তো যারা বাইরে থেকে আসেন, তাদের সন্তানরা দ্বিতীয় প্রজন্মে বলিউডে যুক্ত হলে তখন তারা শিল্পকে কিছু ফিরিয়ে দিতে চাইতে পারেন। তিনি উদাহরণ টেনে বলেন, “রোহিত শেঠি থেকে শুরু করে আমার ভগ্নিপতি অজয় দেবগন—তারা স্টান্টম্যানদের খোঁজ-খবর রাখেন। বলিউড পরিবারগুলো সিনেমা বানায় শুধু ব্যবসার জন্য নয়, বরং এমনভাবে বানায় যাতে শিল্প বেড়ে ওঠে ও সমৃদ্ধ হয়।”
তনিশার পারিবারিক পটভূমি
তনিশা মুখার্জি বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি কিংবদন্তি অভিনেত্রী তনুজা ও প্রযোজক-পরিচালক শোমু মুখার্জির কন্যা। এছাড়া তিনি বলিউড তারকা কাজলের ছোট বোন এবং অভিনেতা অজয় দেবগনের ভগ্নিপত্নী। তার মতে, বলিউড পরিবারের সদস্যরা সবসময়ই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন এবং নতুন প্রজন্মকেও সেই মানসিকতা অনুসরণ করতে হবে।
-শারমিন সুলতানা
রজনীকান্ত–কমল হাসান আবারও একসঙ্গে বড় পর্দায়
দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (SIIMA)–এর মঞ্চে সিনেমাপ্রেমীদের জন্য এক বিরল আনন্দঘন ঘোষণা দিলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন, তামিল সিনেমার আরেক মহাতারকা রজনীকান্তের সঙ্গে তিনি শিগগিরই নতুন একটি ছবিতে অভিনয় করবেন। এই সংবাদ মুহূর্তেই দর্শক ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে, কারণ দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই সুপারস্টারকে।
‘কালকি ২৮৯৮ এডি’ ছবির জন্য পুরস্কৃত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমল হাসান বলেন, “এটি আদৌ কোনো ঐতিহাসিক ঘটনা হয়ে উঠবে কিনা তা আমরা জানি না। তবে দর্শক যদি এই চলচ্চিত্রকে ভালোবাসেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবসময় চেষ্টা করি দর্শকের পছন্দের মতো কাজ উপহার দিতে। বহুদিন ধরেই এমন একটি প্রকল্পের পরিকল্পনা চলছিল। এতদিন আমরা আলাদা কাজ করেছি, এবার একসঙ্গে আসছি আমি আর রজনী।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। কমল হাসানের ভাষায়, “আপনারাই সবসময় প্রতিযোগিতার গল্প তৈরি করেছেন। কিন্তু আমাদের মধ্যে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। বরং আমরা একে অপরের সাফল্যে আনন্দিত হই। একসঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য বিশেষ এক অধ্যায় হবে। ব্যবসার দিক থেকে এটি হয়তো একটি বিস্ময়কর ঘটনা, তবে অন্তত এখন এটি বাস্তবে রূপ নিচ্ছে। আমরা বহুবার একে অপরের চলচ্চিত্র প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেছি।”
যদিও প্রকল্পের নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি কমল হাসান, তবে চলচ্চিত্র দুনিয়ায় জোর গুঞ্জন রয়েছে যে এটি পরিচালনা করতে পারেন জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজ। তিনি কমল হাসানের সঙ্গে ‘বিক্রম’ ছবিতে কাজ করেছেন এবং সম্প্রতি রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’–র প্রচার অনুষ্ঠানে জানান, তিনি কমলের বড় ভক্ত এবং তার স্বপ্ন হলো লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে (LCU) এই দুই কিংবদন্তিকে একত্রে উপস্থাপন করা।
রজনীকান্ত ও কমল হাসান শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ১৯৭০ ও ৮০–এর দশকে। তাদের যুগলবন্দীতে একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছিল তামিল সিনেমা। ‘অপূর্ব রাগাঙ্গল’, ‘মুন্দ্রু মুদিচু’, ‘অভার্গাল’ ও ‘পাঠিনারু ভায়াথিনিলে’–এর মতো চলচ্চিত্রে তাদের অভিনয় আজও ভক্তদের মনে অমলিন। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও তাদের জুটি বাঁধার ঘোষণা দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে।
-রাফসান
শান্তির পুরস্কার চাইছেন, অথচ ঝামেলা পাকাচ্ছেন’ সালমানের খোঁচা ট্রাম্পকে
বলিউড সুপারস্টার সালমান খান তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সঞ্চালনা করছেন। সম্প্রতি শনিবারের (৬ সেপ্টেম্বর) পর্বে তিনি এক মন্তব্যের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি সরাসরি নাম না নিলেও, তার মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেই মনে করছেন দর্শক ও নেটিজেনরা।
‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান এক প্রতিযোগী ফারহানা ভাটের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ হিসেবে পরিচয় দিলেও, তার ঝগড়া উসকে দেওয়া ও তুচ্ছ বিষয়ে সমস্যা তৈরির অভ্যাস নিয়ে সালমান তাকে তিরস্কার করেন। ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ তিনি মন্তব্য করেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!”
সালমান সরাসরি ট্রাম্পের নাম না নিলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান তার ইঙ্গিত আসলে ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। তার সমর্থকেরা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে আসে।
নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সালমানের সেই মন্তব্য। টুইটার থেকে রেডিট—সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!”
উল্লেখ্য, রিয়েলিটি শো-এর পাশাপাশি সালমান খান বড় পর্দাতেও সমানভাবে সক্রিয়। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি ব্যস্ত আছেন পরিচালক অপূর্ব লাখিয়ার যুদ্ধভিত্তিক ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে।
পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
দেশের আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার পঞ্চগড় ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পঞ্চগড়-দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।”
জয়ের এই পোস্টকে তার অনুরাগীরা হাস্যরস হিসেবেই দেখছেন। অনেকেই এই পোস্টে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।” কারো মন্তব্য, “ঠিকই বলেছেন।” আবার কেউ প্রশ্ন করেছেন, “প্রশংসা করলেন না বদনাম?” তবে কেউ কেউ এই পোস্টের বিরুদ্ধে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয়কে সর্বশেষ ওটিটি সিরিজ ‘পাপ কাহিনী’-তে দেখা গেছে, যেখানে তিনি মূল ভূমিকায় অভিনয় করেছেন এবং নিজেই এটি নির্মাণ করেছেন। সিরিজটি গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায়।
ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘সরকার’-এর মতো একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত এই ডিওপিকে যুক্ত করার খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানিয়েছে, “প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে; যা দর্শকদের জন্য হবে এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”
অমিত রায় কত টাকায় এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। ‘প্রিন্স’-এর জন্য প্রায় ৪০ দিনের শিডিউলে তিনি নিচ্ছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা।
বলিউডে ২০০০ সালে রামগোপাল ভার্মার হাত ধরে অমিত রায়ের যাত্রা শুরু হয়। ২০০৩ সালে ‘ডরনা জরুরি হ্যায়’ ছবির একটি দৃশ্যে তার নির্মাণশৈলী মুগ্ধ করেছিল অনেককে। মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে তিনি এমন এক ভিজ্যুয়াল তৈরি করেছিলেন, যা সাধারণত ব্যয়সাপেক্ষ পোস্ট-প্রোডাকশনে করা হয়ে থাকে। সেই মুহূর্ত থেকেই বলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘লাভ আজকাল’, ‘দম মারো দম’, ‘ডানকি’ থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট ‘অ্যানিমেল’—সবখানেই তিনি দেখিয়েছেন তার ভিজ্যুয়াল ম্যাজিক। এমন একজন ডিওপিকে ঢালিউডে যুক্ত হওয়া শিল্পের জন্য বড় সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শাকিব খানের ‘প্রিন্স’ ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এই ছবিতে তিন নায়িকা থাকছেন, যাদের মধ্যে দুজন পরিচিত ও একজন নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।
২৩টি দৃশ্যে সেন্সর বোর্ডের কোপ: বিতর্কিত ‘বাগি ফোর’ কি পারবে দর্শকদের মন জয় করতে?
প্রেম, প্রতিশোধ এবং ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাগি ফোর’। সদ্য প্রকাশিত টিজারেই সিনেমাটি দর্শকদের মাঝে আলোচনার ঝড় তুলেছে। তবে ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বাড়লেও, ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার ছাড়পত্র দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তাক্ত ও হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স, এমনকি অন্তরঙ্গ দৃশ্যও দেখানো হয়েছে, যে কারণে তেইশটি দৃশ্যের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা পুরোপুরি ছাঁটাই করে দেওয়া হয়েছে।
এছাড়া, ছবির একটি দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা এবং অন্য একটি দৃশ্যে এক চরিত্রকে কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এই দুটি দৃশ্যও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ‘ইয়ে মেরা হুসন’ গানের একটি দৃশ্যে সঞ্জয় দত্তকে তার কাটা হাতে সিগারেট জ্বালাতে দেখা যায়, যা সেন্সর বোর্ডের নির্দেশে ছেঁটে ফেলা হয়েছে। অশ্লীল সংলাপগুলোও ‘মিউট’ করে দেওয়া হয়েছে।
তবে শেষমেশ, সেন্সর বোর্ড ‘বাগি ফোর’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়ে মুক্তির ছাড়পত্র দিয়েছে। এ. হর্ষের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের পাশাপাশি সোনম বাজওয়া, হরনাজ সান্ধু, সুনিত মোরারজিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
পাঠকের মতামত:
- ১০ সেপ্টেম্বর শেয়ারবাজারের সার্বিক চিত্র ও বিশ্লেষণ
- ডিএসই ব্লক মার্কেট: বড় লেনদেনে যেসব কোম্পানি
- ১০ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- জলবায়ু ইস্যুতে গণমাধ্যমের দায়িত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন পিকেএসএফ চেয়ারম্যান
- ১০ সেপ্টেম্বর ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ১০ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৬২৫
- ভাঙ্গায় ১১ ঘণ্টা অবরোধ শেষে ফের নতুন ঘোষণা
- জাতীয় পরিচয়পত্র হারালে আর জিডি করতে হবে না: ইসি
- ডাকসুতে জয়ীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা
- কর ফাঁকি তদন্তে শেখ হাসিনার ব্যাংক লকার সিলগালা
- "ষড়যন্ত্র ভেদ করে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে"
- ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫: কারা পেলেন সেরা সম্মাননা
- যুক্তরাষ্ট্রে আটক কোরীয় শ্রমিকদের দেশে ফেরাতে চার্টার্ড ফ্লাইট
- কাপ্তাই বাঁধে ১৬ গেট খোলা: কর্ণফুলীতে তীব্র পানি প্রবাহ
- জরায়ুর যত্নে সচেতনতা: নারীর সুস্থ জীবনের অপরিহার্য শর্ত
- মহেশখালী-মাতারবাড়ি: পর্যটন ও অর্থনীতির নতুন দিগন্ত
- ডোপ টেস্ট কী, কেন করা হয়, কেন এত এখন জরুরি
- একীভূতকরণ প্রসঙ্গে এক্সিম ব্যাংকের ব্যাখ্যা
- বিজয়ের পর শিবিরের তিনটি কাজের নির্দেশ
- ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়েরের বার্তা
- স্বাস্থ্য জটিলতায় স্ত্রীকে নিয়ে বিদেশে বিএনপি মহাসচিব
- মাত্র ২৪ ঘণ্টায় নতুন প্রধানমন্ত্রী
- আসন পুনর্বিন্যাসে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা
- ইসরায়েলের হামলা, কাতারের প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ঢাবি ডাকসু: ভিপি–জিএস–এজিএস পদে শিবিরের দাপট
- ডাকসু নির্বাচনের ভোট শেষ, ফলাফলের আগে অস্থির ঢাবি—পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ
- নিরাপদ কাতারেও হামলা! দোহায় ইসরাইলি হামলায় তোলপাড় আরব বিশ্ব
- ইইউ সংলাপ: ঢাকার অগ্রাধিকার বাণিজ্য, ইউরোপের নজর অনিয়মিত অভিবাসনে
- খুনের পরিসংখ্যানে বৃদ্ধি: দেরিতে দায়ের হওয়া মামলার প্রতিফলন
- নেপালে অস্থিরতা: বাংলাদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
- বিক্ষোভে রক্তক্ষয়, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৭০ শতাংশ ভোট পড়েছে, নির্বাচন স্বচ্ছ দাবি ঢাবি ভিসির
- টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ৩৫% ভোট
- অল্প সময়েই ছয় দফা বৃদ্ধি: স্বর্ণের বাজারে আগুন
- আবারও যুদ্ধের প্রস্তুতিতে ইরান: সেনাপ্রধান হাতামির হুঁশিয়ারি
- থাকসিন শিনাওত্রার কারাদণ্ড: রাজনৈতিক বংশপরিচয়ের পতনের আভাস
- বার্মিংহামে বলিউডের ‘ওজিজি’ রানী: কারিনা কাপুর খানের সিলভার শাড়ি
- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস: পোশাক নয়, স্টাইলের প্রদর্শনী
- বলিউডে বহিরাগতদের প্রতি ক্ষোভ, ‘নেপো বেবি’দের পক্ষ নিলেন তনিশা মুখার্জি
- মেক্সিকোতে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১০ নিহত, আহত ৪১
- ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত—ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
- বিদায় নিশ্চিত, সিঙ্গাপুরের বিপক্ষে সম্মান রক্ষার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
- উয়েফার নিয়ম মানতে প্রস্তুত হ্যারি কেইন ও দল
- পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন
- যে ভোট রাতেই করা যায়, সেটা দিনে টেনে রাখা কেন?- ফারুকী
- মহাবিশ্বে নতুন দৈত্য কৃষ্ণগহ্বরের সন্ধান
- বার্নি স্যান্ডার্সের সঙ্গে জোহরান মামদানি, নিউইয়র্ক মেয়র নির্বাচনে প্রগতিশীল ঢেউ
- গাজা অভিমুখী শান্তিপূর্ণ মিশনে হামলা
- ডাকসু নির্বাচনের ভোট শেষ, ফলাফলের আগে অস্থির ঢাবি—পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডাকসু নির্বাচন: ৪৭১ প্রার্থী, ৩৯ হাজার ভোটার, টানটান নিরাপত্তায় উৎসবমুখর ভোটযুদ্ধ
- সৌদি রাজতন্ত্রের অজানা অধ্যায়: ক্ষমতার জন্য বাবা ও ভাইদের ছাড় দিলেন না মোহাম্মদ বিন সালমান
- প্রথমবার আস্থা ভোটে প্রধানমন্ত্রী বিদায়, ইতিহাস গড়ল ফ্রান্স
- চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে ৩ প্রতারক গ্রেপ্তার
- নেপালে অস্থিরতা: বাংলাদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ড. ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন হতে পারে: জাহেদ উর রহমান
- জ্বর, মাথাব্যথা, আর্থ্রাইটিস—ভিন্ন ভিন্ন সমস্যায় ভিন্ন ডোজ প্যারাসিটামল
- শেয়ারদর বৃদ্ধি নিয়ে ডিএসইকে যে ব্যাখ্যা দিল বিডিকম অনলাইন
- শেখ হাসিনার উত্তরাধিকার প্রশ্ন: আওয়ামী লীগের সামনে এক অমীমাংসিত সংকট