সিনেমা হলে চরম কাণ্ড: প্রযোজককে পেটালেন নায়িকা!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৫:১১:০৮
সিনেমা হলে চরম কাণ্ড: প্রযোজককে পেটালেন নায়িকা!
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে এক সিনেমার বিশেষ প্রদর্শনী চলাকালে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর প্রকাশ্যে চড়াও হন অভিনেত্রী রুচি গুজ্জার। একপর্যায়ে রুচি জুতা দিয়ে মারধর করেন করণকে। সেই ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তর্ক-বিতর্কের মাঝে রুচি হঠাৎ ক্ষুব্ধ হয়ে করণকে জুতা হাতে মারতে থাকেন। পাশে থাকা দর্শকরা হতবাক হয়ে যান, কেউ কেউ পুরো ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দেন অনলাইনে।

ঘটনাটি ঘটে চলমান একটি স্পেশাল স্ক্রিনিংয়ের সময়। ইন্ডিয়া টুডের খবরে জানানো হয়, অভিনেত্রী রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সেখানে উপস্থিত হন এবং করণ সিং চৌহান ও মান সিংয়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রযোজকদের ছবিসহ লাল ক্রস চিহ্নিত প্ল্যাকার্ড, সঙ্গে চলছিল জোরালো স্লোগান।

রুচির অভিযোগ, ২০২৩ সালে করণ সিং চৌহান তাকে একটি হিন্দি ধারাবাহিকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা সংস্থার হয়ে রুচি চৌহানের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠান। কথা ছিল, ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সনি টিভিতে। কিন্তু এক বছর কেটে গেলেও ধারাবাহিকের আর কোনো অগ্রগতি নেই।

রুচির দাবি, তিনি যে টাকা দিয়েছিলেন, সেই অর্থ দিয়ে করণ নির্মাণ করেছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭ জুলাই। টাকা ফেরত চাইলে করণ তাকে হুমকি দেন বলে অভিযোগ করেন রুচি।

এ নিয়ে ২৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী। তিনি আদালতে ব্যাংক লেনদেনের কাগজও জমা দিয়েছেন।

তবে প্রযোজক ও অভিনেতা মান সিং এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি ঘটনাটিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মন্তব্য করেন এবং দাবি করেন, রুচি সিনেমার মুক্তি ঠেকাতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পেয়ে যখন সিনেমাটি মুক্তি পাচ্ছে, তখনই এই নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ঘটনাটি নিয়ে বলিউডে চলছে ব্যাপক আলোচনা। প্রকাশ্যে প্রিমিয়ার শোতে এ ধরনের ঘটনা নতুন বিতর্ক তৈরি করেছে। এখন দেখা যাক, আদালতে এই ঘটনার কী পরিণতি হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ