গাজায় অনাহারে মৃত্যু বাড়ছেই, একদিনেই ঝরল আরও ৬ প্রাণ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৬:৫০:০২
গাজায় অনাহারে মৃত্যু বাড়ছেই, একদিনেই ঝরল আরও ৬ প্রাণ
ছবি: সংগৃহীত

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে অনাহারে কাতর দুই শিশু। শনিবার (২৭ জুলাই) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক হালনাগাদ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও দুর্ভিক্ষের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে করে ইসরায়েলের গাজা আগ্রাসন শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে, যার মধ্যে ৮৭ জনই শিশু।

গাজার হাসপাতালগুলো জানিয়েছে, খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও দুর্বল রোগীরা। চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তা দীর্ঘদিন ধরে আটকে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর চলমান সহিংসতা একটি সুপরিকল্পিত গণহত্যার রূপ নিচ্ছে। তারা বলছেন, প্রায় ২২ লাখ মানুষ সেখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, যাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে পুরো মানবিক কাঠামো।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ