গুলশানে চাঁদাবাজির সময় ধরা পড়লেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রিয়াদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৪:৪৪:০৫
গুলশানে চাঁদাবাজির সময় ধরা পড়লেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রিয়াদ
আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।

রাজধানীর গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি ছিলেন মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য এবং একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা।

ঘটনাটি গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়ার পর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে দাবি করেন, রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি এবং ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ এর কেন্দ্রীয় নেতা ছিলেন। ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদ খানের অভিযোগ, “এ ধরনের ছাত্র প্রতিনিধি নামে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে সরকারের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, তদবির, বদলি বাণিজ্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।” তিনি আরও বলেন, “নির্বাচন হলে এদের স্মার্ট চাঁদাবাজির সুযোগ বন্ধ হয়ে যাবে—এই কারণেই তারা সংস্কার বা বিচারচাওয়ার নামে নির্বাচন ঠেকানোর চেষ্টা করে।”

এ বিষয়ে সাংবাদিক জাওয়াদ নির্ঝরও একটি ফেসবুক পোস্টে লেখেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টাকালে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি দাবি করেন, রিয়াদের রাজনৈতিক অভিভাবক নাহিদ ইসলাম, যিনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বানিয়েছেন।

আটক হওয়া অন্যরা হলেন—সাকাদাউন সিয়াম (২২), সাদমান সারদার সাদাব (২১), ইব্রাহিম হোসেন মুন্না (২৪) এবং আমিনুল ইসলাম (১৩)। ঘটনার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি থেকে রিয়াদ ও জানে আলম অপুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ